Tap Water: ট‍্যাপ, শাওয়ারে জমেছে নোংরা, ধীরে ধীরে পড়ছে জল? ট‍ুথপেস্টের সঙ্গে এই জিনিস মেশালেই কামাল, ৫ মিনিটে ঝরঝর করে পড়া শুরু হবে

Last Updated:
Cleaning Hack: বাথরুমের জেট স্প্রে, শাওয়ারই হোক বা জলের ট‍্যাপ, যেকোনও ধরনের জল পড়ার জায়গাতেই জল পড়ার গতি কমে যাওয়ার সমস‍্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ট‍্যাপের ভেতরে জমে থাকা নোংরাই এর জন‍্য দায়ী।
1/10
ট‍্যাপ থেকে টপটপ করে পড়ছে জল। কমে গিয়েছে জলের গতি। এই সমস‍্যা প্রায় প্রতিটি বাড়িতেই। বিভিন্ন কারণে ট‍্যাপ থেকে জল পড়ার স্পীড অনেকটাই কমে যায়। সমস‍্যা চেনা হলেও এই সমস‍্যার সমাধান বেশিরভাগ জনেরই অজানা।
ট‍্যাপ থেকে টপটপ করে পড়ছে জল। কমে গিয়েছে জলের গতি। এই সমস‍্যা প্রায় প্রতিটি বাড়িতেই। বিভিন্ন কারণে ট‍্যাপ থেকে জল পড়ার স্পীড অনেকটাই কমে যায়। সমস‍্যা চেনা হলেও এই সমস‍্যার সমাধান বেশিরভাগ জনেরই অজানা।
advertisement
2/10
বাথরুমের জেট স্প্রে, শাওয়ারই হোক বা জলের ট‍্যাপ, যেকোনও ধরনের জল পড়ার জায়গাতেই জল পড়ার গতি কমে যাওয়ার সমস‍্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ট‍্যাপের ভেতরে জমে থাকা নোংরাই এর জন‍্য দায়ী।
বাথরুমের জেট স্প্রে, শাওয়ারই হোক বা জলের ট‍্যাপ, যেকোনও ধরনের জল পড়ার জায়গাতেই জল পড়ার গতি কমে যাওয়ার সমস‍্যা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ট‍্যাপের ভেতরে জমে থাকা নোংরাই এর জন‍্য দায়ী।
advertisement
3/10
ট‍্যাপের মধ‍্যে নোংরা জমার একটি বড় কারণ জলের মধ‍্যে থাকা সোডিয়াম, আয়রণ ইত‍্যাদি। পাইপের গায়ে এগুলি জমতে জমতে বন্ধ করে দেয় ট‍্যাপ, শাওয়ার বা জেট স্প্রের মুখ।
ট‍্যাপের মধ‍্যে নোংরা জমার একটি বড় কারণ জলের মধ‍্যে থাকা সোডিয়াম, আয়রণ ইত‍্যাদি। পাইপের গায়ে এগুলি জমতে জমতে বন্ধ করে দেয় ট‍্যাপ, শাওয়ার বা জেট স্প্রের মুখ।
advertisement
4/10
এতেই কমে যায় জল পড়ার গতি। কখনও কখনও দেখা যায় সারাদিন ধরে টপটপ করে পড়ছে জল। জল কম পড়াই হোক, বা ট‍্যাপ থেকে টপ টপ করে পড়া, প্রতিটি সমস‍্যাই অস্বস্তিকর।
এতেই কমে যায় জল পড়ার গতি। কখনও কখনও দেখা যায় সারাদিন ধরে টপটপ করে পড়ছে জল। জল কম পড়াই হোক, বা ট‍্যাপ থেকে টপ টপ করে পড়া, প্রতিটি সমস‍্যাই অস্বস্তিকর।
advertisement
5/10
সাধারণ সাবান বা সার্ফ দিয়ে ট‍্যাপ পরিষ্কার করা যায় না। তাই বন্ধ ট‍্যাপের মুখ কীভাবে পরিষ্কার করবেন? ভেবে কুল পাননা বেশিরভাগজন। তবে বাড়িতেই থাকা কয়েকটি জিনিস ব‍্যবহার করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ট‍্যাপ পরিষ্কারের অস্ত্র।
সাধারণ সাবান বা সার্ফ দিয়ে ট‍্যাপ পরিষ্কার করা যায় না। তাই বন্ধ ট‍্যাপের মুখ কীভাবে পরিষ্কার করবেন? ভেবে কুল পাননা বেশিরভাগজন। তবে বাড়িতেই থাকা কয়েকটি জিনিস ব‍্যবহার করে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ট‍্যাপ পরিষ্কারের অস্ত্র।
advertisement
6/10
এর জন‍্য চাই মাত্র তিনটি জিনিস। ১ চামচ টুথপেস্ট, ১ চামচ বেকিং সোডা, ২ বড় চামচ ভিনিগার। এই তিনটি জিনিস প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ রয়েছে।
এর জন‍্য চাই মাত্র তিনটি জিনিস। ১ চামচ টুথপেস্ট, ১ চামচ বেকিং সোডা, ২ বড় চামচ ভিনিগার। এই তিনটি জিনিস প্রায় প্রতিটি বাড়িতেই মজুদ রয়েছে।
advertisement
7/10
একটি বাটিতে এই তিনটি জিনিস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার চাই ট‍্যাপ পরিষ্কার করার বিশেষ ধরনের সিরিঞ্জ। বাজারে খুব সহজেই এটি পেয়ে যাবেন।
একটি বাটিতে এই তিনটি জিনিস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার চাই ট‍্যাপ পরিষ্কার করার বিশেষ ধরনের সিরিঞ্জ। বাজারে খুব সহজেই এটি পেয়ে যাবেন।
advertisement
8/10
টুথপেস্ট, বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ ওই বিশেষ সিরিঞ্জে ভরে ট‍্যাপ, শাওয়ার বা জেট স্প্রে পরিষ্কার করুন। সিরিঞ্জ দিয়ে ভাল  করে মিশ্রণ স্প্রে করলেই হবে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং তারপর বন্ধ ট‍্যাপ চালিয়ে রাখুন।
টুথপেস্ট, বেকিং সোডা এবং ভিনিগারের মিশ্রণ ওই বিশেষ সিরিঞ্জে ভরে ট‍্যাপ, শাওয়ার বা জেট স্প্রে পরিষ্কার করুন। সিরিঞ্জ দিয়ে ভাল করে মিশ্রণ স্প্রে করলেই হবে। ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন এবং তারপর বন্ধ ট‍্যাপ চালিয়ে রাখুন।
advertisement
9/10
আরও একটি মিশ্রণ রয়েছে যা ট‍্যাপের জলের গতি বাড়ায়। অনেক সময় দেখা যায় ট‍্যাপ পুরনো হয়ে মরচে ধরে যায়। এটি দূর করতে ১ বড় চামচ নুন, ১ ছোট চামচ বোরাক্স পাউডার, ১ বড় চামচ অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
আরও একটি মিশ্রণ রয়েছে যা ট‍্যাপের জলের গতি বাড়ায়। অনেক সময় দেখা যায় ট‍্যাপ পুরনো হয়ে মরচে ধরে যায়। এটি দূর করতে ১ বড় চামচ নুন, ১ ছোট চামচ বোরাক্স পাউডার, ১ বড় চামচ অলিভ অয়েল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন।
advertisement
10/10
১০ মিনিটের জন্য মিশ্রণটি টয়লেট জেট, শাওয়ার এবং নলে লাগিয়ে রাখুন এবং তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করলেই পুরনো ট‍্যাপ হয়ে যাবে ঝকঝকে।
১০ মিনিটের জন্য মিশ্রণটি টয়লেট জেট, শাওয়ার এবং নলে লাগিয়ে রাখুন এবং তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার করলেই পুরনো ট‍্যাপ হয়ে যাবে ঝকঝকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement