মহিলার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। ফলে হাতেনাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। যুবকের কর্মকাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মহিলারা। তারপর এলাকার মহিলারা রীতিমতো গণপিটুনি দেয় অভিযুক্তকে। অন্যদিকে এই ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে ‘এত’ কিছু
advertisement
এলাকায় উত্তেজনার খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়ার পরে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার যুবকের মোবাইল পরীক্ষা করা হবে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ করা হবে বলে খবর।
আরও পড়ুন : এই মণ্ডপে ঢুকলেই টাইম ট্রাভেলে পৌঁছে যাবেন ত্রেতাযুগে! পরিবার নিয়ে চলে যান রামরাজ্যে
এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। যুবকের এমন কাণ্ড দেখে অবাক স্থানীয় মানুষজন। পাশাপাশি এই ঘটনার পর থেকে খানিকটা আতঙ্কিত এলাকার মহিলারা। এমন ঘটনার পরে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও চিন্তা বেড়েছে তাঁদের। অন্যদিকে একযোগে অভিযুক্ত যুবকের কড়া শাস্তির দাবি তোলা হয়েছে।