স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে শাসন পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় নর্দমায় জমে থাকা জল সরাতে এবং আবর্জনা পরিষ্কার করছিলেন মিরাজুল। কাঁচা কঞ্চি দিয়ে ড্রেন পরিষ্কারের কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, শাসন পঞ্চায়েতে মৃত মিরাজুল আলী ভিসিডির কাজে যুক্ত ছিলেন। নিয়মিত জঙ্গল পরিষ্কার, ডেঙ্গু দমন তেল ছড়ানো এবং নোংরা আবর্জনা পরিষ্কার করার মতো কাজই ছিল তাঁর দায়িত্ব। এই মর্মান্তিক ঘটনার পর শাসন এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে বিতর্কে পাক পেসার, এবার লজ্জা ভুলে হ্যারিস রাউফের বউ যা ছবি দিলেন… ভাইরাল
প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় ওই এলাকার নর্দমার মুখে জঞ্জাল জমে যাওয়ার কারণে জল ঠিকমতো বেরোতে পারছিল না। তাই তিনি কঞ্চি দিয়ে নর্দমার মুখ পরিষ্কার করার চেষ্টা চালাচ্ছিলেন। সেই সময় হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, জলমগ্ন এলাকায় ড্রেন পরিষ্কারের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। পঞ্চায়েত কর্তৃপক্ষের তরফে অবশ্য এখনও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।






