জানা যায়, চন্ডালি জেলার আলমগড় গ্রাম থেকে চলতি বছরের মার্চ মাসে নিখোঁজ হন রমেশবাবু। পরিবারের লোকজন ও আত্মীয়রা বহু খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। শেষে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডাইরি করেন তাঁরা। সেই খবর আসে পুরুলিয়া জেলা পুলিশের কাছে। তারপরেই বান্দোয়ান থানার ধাদকা গ্রামে উদ্দেশ্যহীনভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা পায় গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের বিষয়টি সন্দেহ হতেই তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বান্দোয়ান থানার পুলিশ গ্রামে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে জিজ্ঞাসাবাদ করে তাঁর নাম-পরিচয় জানতে পারে পুলিশ।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এবার ভূমিজ সমাজের শিক্ষার প্রসারে বিনামূল্যে পাঠশালা
পরে পুরুলিয়া জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সহযোগিতায় রমেশ যাদবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপরেই বান্দোয়ান থানায় এসে ভাইকে ফিরে পান দাদা সুরেশ যাদব। ভাইকে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তিনি। পুলিশের মানবিক উদ্যোগে খুশি পরিবারের সকলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, “পুরুলিয়া জেলা পুলিশ সর্বদাই তৎপর রয়েছে। খুব ভাল লাগছে রমেশ যাদব চার মাস পর বাড়ি ফিরে যাওয়ায়। রমেশের পরিবারের পাশাপাশি আমরাও আনন্দিত।”
শান্তনু দাস