Purulia News: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এবার ভূমিজ সমাজের শিক্ষার প্রসারে বিনামূল্যে পাঠশালা

Last Updated:

Purulia News: পুরুলিয়া জেলার বান্দোয়ানের প্রত্যন্ত গ্রামে গ্রামে এবার ভূমিজ সমাজের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং মাতৃভাষা সম্পর্কে শিক্ষার প্রসার ঘটাতে অভিনব প্রচেষ্টা।

+
বিনামূল্যের

বিনামূল্যের পাঠশালা

পুরুলিয়া: পুরুলিয়া জেলার বান্দোয়ানের প্রত্যন্ত গ্রামে গ্রামে এবার ভূমিজ সমাজের নিজস্ব ভাষা, ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং মাতৃভাষা সম্পর্কে শিক্ষার প্রসার ঘটাতে অভিনব প্রচেষ্টা। এবার ভূমিজ সমাজের পুরুষ-মহিলা থেকে শুরু করে স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের নিজেদের মাতৃভাষা সম্পর্কে শিক্ষাদান করার উদ্যোগ নেওয়া হল।
পুরুলিয়ার বান্দোয়ানের প্রত্যন্ত ১০ টি গ্রামে ভূমিজ সাম্প্রদায়ের মানুষজনদের নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে শুরু হল পাঠশালা। যে পাঠশালায় ৫০০ জনেরও বেশি ভূমিজ সমাজের মানুষজনকে ভূমিজ ভাষা সহ লিপি ও সামাজিক বিষয়ে পাঠদান করান হবে। অয়ন আখড়া তিরুলডির ব্যবস্থাপনায় ও টাটা স্টিল ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় এমন অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
advertisement
advertisement
জানা যায়, পশ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার পাশাপাশি এই উদ্যোগ নেওয়া হয়েছে ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যের ভূমিজ সম্প্রদায়ভুক্ত এলাকাগুলোতেও। সংস্থার মুখ্য উদ্দেশ্য হল গ্রামে গ্রামে পাঠশালা খুলে ভুমিজ সম্প্রদায়ের ভাষা সহ লিপি, ইতিহাস ও সামাজিক বিষয়ে ভূমিজ সম্প্রদায়ের মানুষজনদের পাঠদান করা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্প্রতি, বান্দোয়ানের কুঁচিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওই পাঠশালার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ভূমিজ সম্প্রদায়েরই ছেলে-মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হয় একটি পরীক্ষা। পরীক্ষায় ৬১ জন ভূমিজ সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা অংশগ্রহণ করেন। জানা গেছে, আগামীদিনে বান্দোয়ানে ভূমিজ সম্প্রদায়ের মানুষজনকে ভূমিজ ভাষায় শিক্ষাদানের উদ্দেশ্যে আরও অনেক পাঠশালা তৈরি করা হবে সংস্থার পক্ষ থেকে।
advertisement
শান্তনু দাস
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে এবার ভূমিজ সমাজের শিক্ষার প্রসারে বিনামূল্যে পাঠশালা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement