উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার হাসনাবাদের রাজাপুরে উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্যোগে শতাধিক মহিলাকে দেওয়া হচ্ছে পাটের হস্তশিল্প প্রশিক্ষণ। পাটের পাপোশ, ব্যাগ, ফুলদানি থেকে শুরু করে কাপ–প্লেট—নানা সামগ্রী তৈরির খুঁটিনাটি শিখছেন তারা। ভবিষ্যতে এই সংখ্যাকে আরও বাড়ানোর পরিকল্পনার কথাও জানা গেছে। শুধু প্রশিক্ষণই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা প্রতিদিন পাচ্ছেন ৫০ টাকা করে ভাতা, যা তাদের উৎসাহ বাড়াচ্ছে আরও বেশি। বিনামূল্যে কাজ শেখার সুযোগ পেয়ে এলাকার মহিলারা তা হাতছাড়া করছেন না।
advertisement
আগামীদিনে এই মহিলারাই নিজেদের উদ্যোগে এক একটি ইউনিট গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন। সংস্থার পক্ষ থেকেও তাঁদের হাতে কাজের বরাত দেওয়া হবে বলে জানানো হয়েছে। এতে তৈরি হতে পারে স্থায়ী আয়ের পথ। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের সংসারের আর্থিক উন্নতি ঘটবে, পাশাপাশি নিজেরাই হয়ে উঠবেন স্বনির্ভর—এমনটাই আশাবাদ প্রশাসন এবং প্রশিক্ষণকারীদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এতে স্থানীয় বাজারেও পাটজাত পণ্যের চাহিদা বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। মহিলাদের তৈরি সামগ্রী রাজ্যের বাইরে পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে, এই উদ্যোগ ধীরে ধীরে সুন্দরবনের নারীদের জীবনমানে বাস্তব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।





