ছাতনা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্য জানান, এর আগে বিভিন্ন সংস্থা এ ধরনের ট্রেনিং প্রোগ্রামগুলি পরিচালনা করলেও, বর্তমানে এই ট্রেনিং প্রোগ্রামগুলি পঞ্চায়েত লেভেলের সংঘগুলির দ্বারা পরিচালিত হচ্ছে। উৎকর্ষ বাংলার নিয়ম অনুযায়ী প্রায় এক মাসের ট্রেনিং এবং তারপর সঠিক মূল্যায়নের পর সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক।
আরও পড়ুন: এবার হাতের কাছেই কোচবিহারের রাজবাড়ি…! ১১ কোটি খরচে রেলের বিরাট উপহার, জানেন কপাল খুলল কোন জেলার?
advertisement
সূত্রের খবর অনুযায়ী, এই প্রকল্পের কাজ ছাতনা ব্লকে শুরু হলেও পরবর্তীকালে বিভিন্ন পঞ্চায়েতে ছড়িয়ে পড়বে। অন্যান্য এলাকার মহিলারাও চাইলে যোগদান করতে পারবেন উৎকর্ষ বাংলার ট্রেনিং প্রোগ্রামগুলিতে। ইতিমধ্যে একমাস যাবৎ চলবে এই ট্রেনিং, প্রায় ১০০ ঘন্টার শিবির।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেলাই শেখার মাধ্যমে শুধুমাত্র যে স্কিল শিখছে মহিলারা তা নয়, এর পাশাপাশি তারা বুনছে স্বনির্ভর ভবিষ্যতের স্বপ্ন! বাঁকুড়ার মত প্রান্তিক জেলায় মহিলাদের স্বনির্ভর হওয়ার অভিযানটা সহজ না হলেও অসম্ভব নয়। সেই লক্ষ্মী এবার অগ্রসর হয়েছে বাঁকুড়ার ছাতনা ব্লকের ৩৩ জন মহিলা।
নীলাঞ্জন ব্যানার্জী