এবার হাতের কাছেই কোচবিহারের রাজবাড়ি...! ১১ কোটি খরচে রেলের বিরাট উপহার, জানেন কপাল খুলল কোন জেলার?

Last Updated:

পর্যটন মানচিত্রে কোচবিহার রাজবাড়ির সব সময়েই একটা আলাদা স্থান রয়েছে। রাজ্যের এই বিখ্যাত রাজবাড়িকে অনুকরণেই নাকি তৈরি হয়েছিল পঞ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় রেলস্টেশন।

+
কোচবিহার

কোচবিহার রাজবাড়ির ছোট্ট একটা টুকরো এখন পুরুলিয়াতে 

পুরুলিয়া: পর্যটন মানচিত্রে কোচবিহার রাজবাড়ির সব সময়েই একটা আলাদা স্থান রয়েছে। রাজ্যের এই বিখ্যাত রাজবাড়িকে অনুকরণেই নাকি তৈরি হয়েছিল পঞ্চিমবঙ্গের জেলা পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় রেলস্টেশন। কোচবিহার রাজবাড়ির আদলে গড়ে ওঠা জয়চণ্ডী পাহাড় রেলস্টেশন এখন জয়চণ্ডী পাহাড় পর্যটনকেন্দ্রে বেড়াতে আসা পর্যকটদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
জানা যায়, কোচবিহার রাজবাড়ির আদলে এই স্টেশনটিকে গড়ে তোলার স্বপ্ন প্রথম দেখেছিলেন তৎকালীন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়া। তিনি সাংসদ থাকার সময়ই এই স্টেশনটিকে কোচবিহার রাজবাড়ির আদলে গড়ে তোলেন। জানা যায়, ১৮৮৭ সালে নাগপুর–ছত্তিশগড় রেলপথকে উন্নত করার জন্য এবং বেহালপুর থেকে আসানসোল পর্যন্ত বিস্তৃত করার জন্য বেঙ্গল নাগপুর রেলওয়ে গঠিত হয়।
advertisement
advertisement
এর ফলে হাওড়া-মুম্বই রুটটিকে এলাহাবাদের মধ্য দিয়ে একটি কম দূরত্বের পথ বানান যেতে পারত। হাওড়া–দিল্লি প্রধান লাইনের নাগপুর থেকে আসানসোলের বেঙ্গল নাগপুর রেলওয়ে জয়চণ্ডীর এই লাইনটি ১৮৯১ সালে পণ্য পরিবহনের জন্য খোলা ছিল। দীর্ঘ প্রাচীন এই জয়চণ্ডী পাহাড় রেল স্টেশন সেই সময় ছিল একদম ছোট্ট একটি স্টপেজ। তারপরেই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ প্রয়াত বাসুদেব আচারিয়া রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হওয়ার পর জয়চণ্ডী স্টেশনকে উন্নত করার ভাবনাচিন্তা নেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোচবিহার রাজবাড়ির আদলে পুরুলিয়ার এই স্টেশনটিকে গড়ে তোলার স্বপ্ন প্রথম দেখেছিলেন তিনি। বর্তমানে এই রেলস্টেশনটিকে অমৃত ভারত রেল স্টেশনের মধ্যে আনা হয়েছে। কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রকের তত্ত্বাবধানে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে আধুনিকীকরণ হয়েছে রেলস্টেশনের।
advertisement
শান্তনু দাস
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এবার হাতের কাছেই কোচবিহারের রাজবাড়ি...! ১১ কোটি খরচে রেলের বিরাট উপহার, জানেন কপাল খুলল কোন জেলার?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement