মূলত সুন্দরবন লাগোয়া এলাকার মানুষজন কাঠকেই জ্বালানি হিসাবে ব্যবহার করেন। যাতে ধোঁয়া হয় প্রচণ্ড পরিমানে। সেই ধোঁয়াতে থাকে কার্বন ডাই অক্সাইড। এতে যে ব্যক্তি রান্না করছেন তিনিও ক্ষতিগ্রস্ত হন।
advertisement
ফলে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই কম ধোঁয়ার উনুন ব্যবহারের পরামর্শ দিয়েছে। এই উনুনে কাঠ ব্যবহার করা হবে। কিন্তু তা কম পরিমাণে। সমস্ত কাঠ এই উনুনে পুড়বে। ফলে ধোঁয়া কম পরিমাণে বের হবে।
রাজ্য সরকারের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এই উনুন পেয়ে খুবই খুশি স্থানীয়রা। প্রাথমিকভাবে প্রায় ১৮০০ পরিবারের হাতে এই উনুন তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলে যাবে ভাগ্যের বন্ধ দুয়ার, ৮ রাশির বৃহস্পতি তুঙ্গে! ৯৭ দিন ধরে চলবে টাকার বৃষ্টি
পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ গুপ্ত তিনি নিজে উপস্থিত থেকে এই উনুন ব্যবহারের উপযোগিতা সম্বন্ধে সকলকে বুঝিয়েছেন। এই উনুন শুধু সুন্দরবন লাগোয়া এলাকার মানুষজনের হাতে দেওয়া হয়েছে তা নয়। স্থানীয় বিদ্যালয় ও আইসিডিএস সেন্টারেও দেওয়া হয়েছে ।
নবাব মল্লিক