TRENDING:

কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী 'খুনে' যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা

Last Updated:

Unusual Death: কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুতে তার স্ত্রীর দিকেই সন্দেহের আঙুল তোলেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় কাকদ্বীপ থানায়। পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাতে থেকে মহিলাকে উদ্ধার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরনগা, নবাব মল্লিক: কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য। ওই বৃদ্ধের নাম কানাই মিদ্যা (৬৫)। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই বৃদ্ধের ঘরের কাছে জড়ো হতে শুরু করেন। একের পর এক মানুষজন আসতে থাকায় ভিড় ক্রমশ বাড়তে থাকে সেখানে। একটা সময় সেখানে জড়ো হওয়া স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুতে তার স্ত্রীর দিকেই সন্দেহের আঙুল তোলেন। খবর যায় কাকদ্বীপ থানায়।
কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য
কাকদ্বীপে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ছড়াল চাঞ্চল্য
advertisement

এরপর কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাতে থেকে মৃত বৃদ্ধের স্ত্রী চন্দনা মিদ্যাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে বৃদ্ধের মৃত্যুর সঙ্গে তার স্ত্রীর জড়িত থাকার কোনও সম্ভবনা পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ভোররাতে নেশামুক্তি কেন্দ্রে ভয়ঙ্কর কাণ্ড! শিলনোড়া দিয়ে মালিকের মাথা থেঁতলে দিল ২ আবাসিক, কী অপরাধ ছিল কাউন্সিলরের প্রাক্তন স্বামীর?

advertisement

পুলিশ জানিয়েছে, মহিলাকে উত্তেজিত জনতার হাতে থেকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই মহিলাকে নিরাপদে রাখা হয়েছে। বৃদ্ধের কীভাবে মৃত্যু হল তা জানার চেষ্টা করা হচ্ছে।

View More

আরও পড়ুনঃ চোর সন্দেহে ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপ! বিশাখাপত্তনমে বাঙালি পরিযায়ী শ্রমিকের নৃশংস পরিণতি, শোকের ছায়া নদিয়ায়

advertisement

এদিকে এই ঘটনার পর কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গনেশপুরের খড়িমুঠা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের মৃত্যু কেন হয়েছে তার সঠিক কারণ অনুসন্ধান করার দাবি জানিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

পুলিশও সবকিছু খতিয়ে দেখছে। কীভাবে ওখানে উত্তেজিত জনতার ভিড় বাড়ল তাও খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ বের হলেই সমস্ত ঘটনার সমাধান হবে। পুলিশের পক্ষ থেকে মহিলার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঘটনার সঙ্গে বৃদ্ধের স্ত্রীর জড়িত থাকার প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর গ্রামের পরিবেশ থমথমে রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কাকদ্বীপে বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু! স্বামী 'খুনে' যোগ স্ত্রীর? উত্তেজিত জনতার রোষের কবলে মহিলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল