এরপর কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে উত্তেজিত জনতার হাতে থেকে মৃত বৃদ্ধের স্ত্রী চন্দনা মিদ্যাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে বৃদ্ধের মৃত্যুর সঙ্গে তার স্ত্রীর জড়িত থাকার কোনও সম্ভবনা পাওয়া যায়নি।
advertisement
পুলিশ জানিয়েছে, মহিলাকে উত্তেজিত জনতার হাতে থেকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই মহিলাকে নিরাপদে রাখা হয়েছে। বৃদ্ধের কীভাবে মৃত্যু হল তা জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে এই ঘটনার পর কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের গনেশপুরের খড়িমুঠা গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বৃদ্ধের মৃত্যু কেন হয়েছে তার সঠিক কারণ অনুসন্ধান করার দাবি জানিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশও সবকিছু খতিয়ে দেখছে। কীভাবে ওখানে উত্তেজিত জনতার ভিড় বাড়ল তাও খতিয়ে দেখছে পুলিশ। বৃদ্ধের মৃত্যুর সঠিক কারণ বের হলেই সমস্ত ঘটনার সমাধান হবে। পুলিশের পক্ষ থেকে মহিলার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঘটনার সঙ্গে বৃদ্ধের স্ত্রীর জড়িত থাকার প্রমাণ সেভাবে পাওয়া যায়নি। ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনার পর গ্রামের পরিবেশ থমথমে রয়েছে।