ফলে এবছর শিক্ষক-শিক্ষিকারা সিদ্ধান্ত নিয়েছেন রাখিগুলির মধ্যে গাছের দানা দিয়ে দিয়েছেন। ফলে এই রাখি যেখানে ফেলা হবে সেখানে চারাগাছ জন্মাবে সবুজ হয়ে উঠবে প্রকৃতি। যেমন ভাবা তেমন কাজ। স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে নিয়ে স্কুলের প্রধান শিক্ষক শেখর হালদার এই কাজ করেছেন।
advertisement
এ নিয়ে তিনি জানান, পরিবেশবান্ধব রাখি তৈরির চেষ্টা করেছেন তাঁরা। সেখানে ব্যবহার করা হয়েছে সুতো, ফুল ও আরও অন্যান্য সামগ্রী। তবে সমস্ত রাখির মধ্যে গাছের দানা দেওয়া হয়েছে। ফলে এই রাখিগুলি যখন ফেলে দেওয়া হবে তখন সেখান থেকে গাছ জন্মাবে। যা বড় হয়ে বৃক্ষে পরিণত হবে। তবৈই সবুজায়ন ঘটবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে কৃষ্ণেন্দু পাল, তনয়া হালদারের মত খুদে পড়ুয়ারাও খুশি। হাতে কলমে রাখি তৈরি শিখে আনন্দিত তারা। উল, কাগজ, সুতো ও বীজ নিয়ে নিজেরা রাখি তৈরি করে পরিয়েছেন পথচলতি মানুষজন, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। পরিবেশ রক্ষার এই প্রয়াস ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের। স্থানীয়রাও এই কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে। পরিবেশের জন্য কাজ করতে পেরে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।