TRENDING:

Tigress Death: ২৪ ঘণ্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় জোড়া বাঘিনীর মৃ*ত্যু! কী হয়েছিল পায়েল-রূপাদের? তদন্তে কমিটি গঠন

Last Updated:

Tigresses Death in Alipore Zoo: পুজোর আগেই আলিপুর চিড়িয়াখানায় বড় দুঃসংবাদ। ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হল দুটি বাঘিনীর। চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানা এলাকায়। মৃত দুই বাঘিনীর নাম পায়েল ও রূপা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পশুর সংখ্যা নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই আলিপুর চিড়িয়াখানায় মিলল নতুন দুঃসংবাদ। ২৪ ঘন্টার মধ্যেই মৃত্যু হল দুটি বাঘিনীর। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চিড়িয়াখানা এলাকায়। মৃত দুই বাঘিনীর নাম পায়েল ও রূপা। প্রথমে মারা যায় পায়েল। তার ২৪ ঘন্টার মধ্যেই মৃত্যু হয় রূপার। তবে কী কারণে দুই বাঘিনীর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি।
২৪ ঘন্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুটি বাঘিনীর
২৪ ঘন্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় মৃত্যু হল দুটি বাঘিনীর
advertisement

সূত্রের খবর, দুই বাঘিনীই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল। পায়েল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে পায়েলকে নিয়ে আসা হয় আলিপুর চিড়িয়াখানায়। তার বয়স হয়েছিল ১৭ বছর। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছিল সে।

আরও পড়ুনঃ বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজো! অবহেলিত, একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের বুকে টানলেন মা দুর্গা, মুখে ফুটল হাসি

advertisement

অপরদিকে বাঘিনী রূপার জন্ম আলিপুরেই‌। সাদা বাঘ অনির্বাণ ও হলুদ কালো ডোরাকাটা বাঘিনী কৃষ্ণার মেয়ে ছিল সে। তার বয়স প্রায় ২১ বছর। এই বাঘিনীও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । তার একটি পা প্যারালাইসিস হয়ে গিয়েছিল।

View More

আরও পড়ুনঃ ভয়ানক দৃশ্য! পথকুকুরকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে সোজা ট্রাকের তলায় দুই যুবক, ‘অবিশ্বাস্যভাবে’ বেঁচে গেল প্রাণ

advertisement

তবে ২৪ ঘন্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে Chief Wildlife Warden-এর নির্দেশে জোড়া বাঘিনীর মৃত্যুর তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। দুই বাঘিনীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, হবে ভিসেরা পরীক্ষাও।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

এখন এই জোড়া মৃত্যু নিয়ে তদন্ত কমিটি কী রিপোর্ট দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তারপরেই জানা যাবে এই মৃত্যুর আসল কারণ। তবে পুজোর আগে দুই বাঘিনীর মৃত্যুতে কিছুটা হতাশ দর্শনার্থীরা। পরপর দুই বাঘিনীর মৃত্যু ভাবাচ্ছে সকলকেই। এখন অপেক্ষা কবে আসে ময়নাতদন্তের রিপোর্ট।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tigress Death: ২৪ ঘণ্টার মধ্যে আলিপুর চিড়িয়াখানায় জোড়া বাঘিনীর মৃ*ত্যু! কী হয়েছিল পায়েল-রূপাদের? তদন্তে কমিটি গঠন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল