Durga Puja 2025: বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজো! অবহেলিত, একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের বুকে টানলেন মা দুর্গা, মুখে ফুটল হাসি

Last Updated:

Durga Puja 2025: পুরুলিয়া জেলার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে এবার প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। জীবনের শেষ প্রান্তে এসে উৎসবের রঙ লাগল অবহেলিত, একাকীত্ব আর নিঃসঙ্গতা মানুষগুলোর জীবনে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো

আদ্রা, পুরুলিয়া, শান্তনু দাস: জীবনের শেষ প্রান্তে এসে যাঁরা অবহেলা, একাকীত্ব আর নিঃসঙ্গতাকে সঙ্গী করে বেঁচে আছেন, সেই সমস্ত বৃদ্ধ-বৃদ্ধাদের মুখেও এবার ফুটবে উৎসবের হাসি। পুরুলিয়া জেলার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে এবার প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। এই বিশেষ উদ্যোগ শুধু একটি উৎসব নয়, বরং জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যাওয়া মানুষগুলোর জীবনে নতুন করে আলো জ্বালানোর এক মহৎ উদ্যোগ।
বৃদ্ধাশ্রমের প্রতিটি কোনে এখন চলছে পুজোর প্রস্তুতির ব্যস্ততা। যাঁরা বহুদিন হাসতে ভুলে গিয়েছিলেন, তাঁদের মুখে আজ যেন ফিরে এসেছে এক চিলতে আনন্দের হাসি। কারও চোখে জল, কারও ঠোঁটে স্মৃতিমাখা প্রশান্তি। পুজোর সাজে সাজছে শুধু আশ্রম নয়, সাজছে তাঁদের মলিন হয়ে আসা জীবনও।
আরও পড়ুনঃ ফেলে দেওয়া নারকেলের মালা পাচ্ছে মা দুর্গার রূপ! গৃহবধূর নিপুণ হাতের ছোঁয়ায় ‘অনন্য’ প্রতিমা দর্শন
বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধাদের মধ্যে পল্টু চক্রবর্তী, সত্য মাহাতোরা বললেন, ‘হোমের সাধারণ সম্পাদক নবকুমার দাস প্রতিবছর গাড়ি করে আমাদের নিয়ে যেতেন প্রতিমা দেখাতে। কিন্তু পুজো মণ্ডপে আমাদের দেখে অনেকেই মুখ ফিরিয়ে নিত, ছুঁয়ে যেতে চাইত না কেউই। মনে অনেক দুঃখ হত। তবে এবার আর সেই কষ্টটা নেই। এবার মা আমাদের বাড়িতেই আসছেন’।
advertisement
advertisement
পুরুলিয়ার আদ্রার মণিপুর বৃদ্ধাশ্রমে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো
বৃদ্ধাশ্রমের আবাসিকরা
আরও পড়ুনঃ বাঁশেই হয় রোজগার! পুজোর মরশুমে দারুণ লক্ষ্মীলাভ! বিকল্প আয়ের পথ দেখাচ্ছে জঙ্গলমহল
বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা আরও বলেন, ‘পরিবার তো অনেক আগেই আমাদের ভুলে গিয়েছে। ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবাই দূরে সরিয়ে দিয়েছে আমাদের। পুজোর সময়টাতে তাদের কথা আরও বেশি করে মনে পড়ে। যদিও এবার সেই শূন্যতাকে কিছুটা হলেও ঢেকে দিয়েছে বৃদ্ধাশ্রমে মায়ের আগমন’। এই অসাধারণ উদ্যোগের নেপথ্যে রয়েছেন মণিপুর বৃদ্ধাশ্রমের সাধারণ সম্পাদক নবকুমার দাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে তিনি একা নন, তাঁর এই মানবিক চিন্তার সঙ্গী হয়েছেন গোটা মণিপুর গ্রামবাসী। যাদের আন্তরিক সহযোগিতায় বৃদ্ধাশ্রমেই এবার সূচনা হল দুর্গাপুজোর এক নতুন অধ্যায়। এবার পুজোয় মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করবেন সেই সমস্ত বৃদ্ধ মা-বাবারাই, যাদের হাতেই একদিন গড়ে উঠেছিল আমাদের ভবিষ্যৎ। আর তাঁদের পাশে থাকবেন নবকুমার বাবুর মতো কিছু মানুষ, যাঁদের হৃদয়ে মানবিকতার প্রদীপ আজও দীপ্তিমান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বৃদ্ধাশ্রমে প্রথমবার দুর্গাপুজো! অবহেলিত, একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের বুকে টানলেন মা দুর্গা, মুখে ফুটল হাসি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement