ভয়ানক দৃশ্য! পথকুকুরকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে সোজা ট্রাকের তলায় দুই যুবক, 'অবিশ্বাস্যভাবে' বেঁচে গেল প্রাণ
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Accident: গাড়ির সামনে চলে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকের নিচে চলে গেলেন দুই যুবক। গুরুতর আহত হয়েছেন দুই যুবক। তাঁদের পাঠানো হয়েছে বীরপাড়া হাসপাতালে।
মাদারিহাট, আলিপুরদুয়ার, অনন্যা দে: গাড়ির সামনে চলে আসা কুকুরকে বাঁচাতে গিয়ে ট্রাকের নিচে চলে গেলেন দুই যুবক। যদিও কপালজোরে বেঁচে গিয়েছে তাঁরা। আহত অবস্থায় তাঁদের বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
এশিয়ান হাইওয়ে ধরে ওই দুই যুবক বাইকে চেপে যাচ্ছিলেন জয়গাঁর দিকে। হঠাৎ করেই মাদারিহাটের এক পেট্রল পাম্পের কাছে তাঁদের বাইকের সামনে চলে আসে এক পথকুকুর। কুকুরটিকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের নিচে চলে যায় ওই দুই যুবক। এই দৃশ্য দেখে গাড়ির চালক ও স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা ১৫ মিনিট ধরে চেষ্টা চালিয়ে ওই দুই যুবককে ট্রাকের নিচ থেকে বের করে আনেন।
advertisement
আরও পড়ুনঃ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা, হাইওয়েতে ছিন্নভিন্ন হয়ে পড়ে দেহ! দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা
গুরুতর আহত হয়েছেন দুই যুবক। তাঁদের পাঠানো হয়েছে বীরপাড়া হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাদারিহাট থানার পুলিশ। সম্প্রতি মাদারিহাট এলাকায় এক পথদুর্ঘটনায় এলাকার এক যুবকের মৃত্যু হয়েছে। পরপর মাদারিহাটে দুর্ঘটনা ঘটতে থাকায় চিন্তিত সকলে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকার পথকুকুরদের রেডিয়াম কলার পরানোর দাবি তুলছে গাড়ি ও বাইক চালকরা। এই কলারটি থাকলে পথকুকুরের উপস্থিতি বোঝা যাবে। দুর্ঘটনা কম ঘটবে বলে মনে করছেন গাড়ির চালকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2025 9:39 AM IST









