বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা, হাইওয়েতে ছিন্নভিন্ন হয়ে পড়ে দেহ! দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। গুরুতর আহত হন আরোহী। দুর্ঘটনার জেরে দেহ থেকে আলাদা হয়ে যায় ওই বাইক আরোহীর একটি হাত। মাথায় আঘাত লাগে গভীরভাবে।
হুড়া, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ লালপুর-মানবাজার রাজ্য সড়কের উপর রাহেড়ডি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বাইক আরোহীর নাম তপন মাহাতো। বয়স ২২ বছর। তার বাড়ি কাশীপুর থানার অন্তর্গত দলদলী গ্রামে।
সূত্র মারফত জানা গিয়েছে, এক বাইক আরোহী মোটরবাই চালিয়ে লালপুরের দিক থেকে আসছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হন আরোহী। দুর্ঘটনার জেরে দেহ থেকে আলাদা হয়ে যায় ওই বাইক আরোহীর একটি হাত। মাথায় আঘাত লাগে গভীরভাবে।
আরও পড়ুনঃ রাস্তা পার করতে গিয়ে চরম সর্বনাশ! সজোরে লরির ধাক্কায় পিষে… র*ক্তে রাঙা ১২ নম্বর জাতীয় সড়ক
তৎক্ষণাৎ স্থানীয়রা খবর দেন হুড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুড়া থানার পুলিশ। স্থানীয় মানুষজন ও হুড়া থানার পুলিশের সহায়তায় হুড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ওই বাইক আরোহীকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রক্তাক্ত যুবককে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ওই ব্যক্তির মৃতদেহ পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য, পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Sep 11, 2025 9:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা, হাইওয়েতে ছিন্নভিন্ন হয়ে পড়ে দেহ! দেখে আঁতকে উঠলেন স্থানীয়রা










