এমন অবস্থায় মহাকুমা হাসপাতালের নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা সুনিশ্চিত করতে এগিয়ে এল দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গাপুর মহকুমা হাসপাতালকে নিরাপত্তা এবং পরিছন্নতার দিকে সহযোগিতা করার জন্য আগ্রহ প্রকাশ করেছে নামী এই দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। মূলত বেসরকারি হাসপাতালগুলির পরিচ্ছন্নতা এবং নিরাপত্তায় অভিজ্ঞতা বেশি। সেই অভিজ্ঞতা মহকুমা হাসপাতালের উন্নতির জন্য কাজে লাগাতে করা হয়েছিল আবেদন।
advertisement
আরও পড়ুন : আলুবোঝাই লরি নিয়ে গিয়ে ফাঁপড়ে চালকরা, রাজ্য পার করার নামে চলছে অসাধু কারবার
এই বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ দুটি সেই আবেদনে সাড়া দিয়েছে। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তা এবং পরিছন্নতার জন্য হাতে হাত লাগিয়ে কাজ করবে। আশা করা হচ্ছে, বেসরকারি হাসপাতাল দুটি এগিয়ে আসার ফলে মহকুমা হাসপাতালের নিরাপত্তা আরও ভাল হবে। বাড়বে মহকুমা হাসপাতালের পরিছন্নতা।
আরও পড়ুন : জীবনের শেষ লগ্নে বাংলাদেশের ভয়ঙ্কর ছোটবেলা দেখছেন আসানসোলের আঙ্গুরবালা, শিউরে ওঠা গল্প
অন্যদিকে একটি বিশেষজ্ঞ মহল বলছে, আর.জি.কর কাণ্ডের পর অনেকেই সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এমন সময় দুর্গাপুর মহকুমা হাসপাতালের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত যথেষ্ট কার্যকরী হবে। হাসপাতালে নিজেদের আরও সুরক্ষিত মনে করতে পারবেন রোগীরা, রোগীর পরিজনরা, চিকিৎসকরা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
তাছাড়াও হাসপাতালের পরিচ্ছন্নতা বাড়বে। যা সবমিলিয়ে মহকুমা হাসপাতালের পরিষেবাকে আরও উন্নত করবে।
নয়ন ঘোষ





