জানা গিয়েছে, রঘুনাথগঞ্জের মণ্ডলপুর গ্রামের বাসিন্দা অনন্ত মণ্ডল দীর্ঘদিন ধরে মিটারের পাশ দিয়ে দেওয়াল কেটে অবৈধ উপায়ে বিদ্যুৎ ব্যবহার করছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। তিনি অত্যন্ত চতুর ও অভিনব কায়দায় বিদ্যুৎ সংযোগে কারচুপি করে চুরি করছিলেন। যার ফলে বিদ্যুৎ দফতরের বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল। বিদ্যুৎ দফতর সন্দেহ হলে তার বাড়িতে হানা দেন বিদ্যুৎ কর্মীরা। দিন কয়েক আগে মিটারে কারচুপি দেখতে গেলেই কর্মীদের হেনস্তার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ। তারপর খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকেও, পুলিশ গিয়ে তদন্ত শুরু করতে অভিনব কায়দায় বিদ্যুৎ চুরি দেখেই চক্ষু চড়ক সকলের।
advertisement
আরও পড়ুন: কাজের সূত্রে বাইরে? SIR নিয়ে ভয়? একদম চিন্তা করবেন না! রয়েছে সহজ বন্দোবস্ত, জানিয়ে দিলেন আধিকারিকারা
তল্লাশির সময় অনন্ত মণ্ডলের বাড়িতে বিদ্যুৎ চুরির পদ্ধতিটি হাতেনাতে ধরা পড়ে। বিদ্যুৎ চুরি প্রমাণ হওয়ার পর, বিদ্যুৎ আইন অনুযায়ী অনন্ত মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয় বলে জানা গিয়েছে। চুরির দায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য তাঁকে মোটা অঙ্কের আর্থিক জরিমানা হয়েছে বলে জানা গেছে। অনন্ত মণ্ডল তিনি একজন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তি হয়েও এই ঘটনায় নিন্দার ঝড় সব দিকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ চুরি একটি গুরুতর অপরাধ। ভবিষ্যতেও এমন কোনও ঘটনা ঘটলে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।এই ধরনের ঘটনা সামনে আসার পর, রঘুনাথগঞ্জ থানা এলাকার অন্যান্য গ্রামেও বিদ্যুৎ চুরি রুখতে নজরদারি বাড়ানো হবে বলে জানা গিয়েছে।






