Sea Bathing In Digha: দিঘার সমুদ্রে এক ভিন্ন দৃশ্য! শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা সমুদ্রস্নানে খুঁজে পেলেন তাদের হারান যৌবন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Sea Bathing In Digha:একে ওপরের হাত ধরে সমুদ্রের জলে নামলেন বৃদ্ধ-বৃদ্ধারা, দিঘা সাক্ষী রইল এক অবিস্মরণীয় দিনের।
দিঘা: যৌবনের স্মৃতিতে দিঘা মানেই প্রেম, উচ্ছ্বাস আর জীবনের প্রথম রোমাঞ্চ। বাংলার এই সমুদ্র শহর আজও নবীন-প্রবীণ সবার কাছে প্রিয় এক গন্তব্য। কিন্তু এদিন সেই দিঘা সাক্ষী থাকল এক অন্যরকম দৃশ্যের। যেখানে রোমান্টিক জোড়া নয়, সমুদ্রে নামলেন শতাধিক বৃদ্ধ-বৃদ্ধা ও অনাথ শিশু। জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে এই বৃদ্ধ-বৃদ্ধারা যেন এই একদিনের আনন্দে খুঁজে পেলেন তাঁদের ফেলে আসা শৈশব ও হারান যৌবনকে।
advertisement
advertisement
advertisement
বয়স্ক মহিলারা একে অপরের হাত ধরে ঢেউয়ের সঙ্গে মিশে গেলেন, কেউ চিৎকার করে হাসলেন, কেউ চোখের কোণে মুছে ফেললেন নোনা জল। তাঁদের চোখে-মুখে ফুটে উঠেছিল অকৃত্রিম আনন্দ। এক বৃদ্ধা মুক্তি মুখার্জি আবেগভরে বলেন, “আমরা ভাবিনি জীবনে আর কোনও দিন সমুদ্র দেখতে পাব। আজ যেন মনে হচ্ছে আমরা আবার তরুণী হয়ে গেছি। এই আনন্দ ভাষায় বোঝান যায় না।”
advertisement
advertisement
advertisement
