Wild Animal: লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার ঘরে শোরগোল! চিৎকার, চেঁচামেচিতে জমল ভিড়, কোথায় দেখা মিলল জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Asian Palm Civet: পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সদরের বোম্বে চক এলাকার একটি দোকানে শোরগোল। সকালে দোকানের শাটার খুলতেই চক্ষু চড়কগাছ কর্মচারীর। অদ্ভুত বন্যপ্রাণীকে দেখে সে কি চিৎকার। ছুটে এল বন দফতর।
বান্দোয়ান, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: গন্ধগোকুল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ান ব্লক সদরের বোম্বে চক এলাকার একটি দোকানে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনবিভাগে। খবর পাওয়া মাত্রই বান্দোয়ান রেঞ্জের কর্মীরা ওই গন্ধগোকুলটি উদ্ধার করে নিয়ে যান। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়।
সূত্র মারফত জানা গিয়েছে, এদিন সকালে এলাকার একটি দোকানের শাটার খোলা মাত্রই দোকানের কর্মচারী অদ্ভুত এই প্রাণীটি এই দেখতে পায়। দেখতে খানিকটা বিড়ালের মতো দেখতে লাগলেও প্রাণীটির লেজ অনেকটা লম্বা। তা দেখে কিছুটা ভয় পেয়ে যান তিনি। চিৎকার শুরু করলে আশেপাশের মানুষজন ভিড় করেন। তারপরেই তারা বন বিভাগে খবর দেয়। বন বিভাগের পক্ষ থেকে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement

বান্দোয়ানে গন্ধগোকুল উদ্ধার
এ বিষয়ে বান্দোয়ান বন বিভাগের এক আধিকারিক জানান, এলাকার একটি দোকান থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। গন্ধগোকুলটি নিরাপদে রয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণের জন্য আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে জীবনযাপন করে এরা। গন্ধগোকুল বিড়ালের মতো বন্যাপ্রাণী, যা এশীয় তাল খাটাশ, ভোন্দর, লেনজা, সাইরেল বা গাছ খাটাশ নামেও পরিচিত। মূলত বন জঙ্গলের মধ্যেই বসবাস করে গন্ধগোকুল। লোকালয়ে প্রাণীটিকে দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 03, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wild Animal: লোকালয়ে গন্ধগোকুল উদ্ধার ঘরে শোরগোল! চিৎকার, চেঁচামেচিতে জমল ভিড়, কোথায় দেখা মিলল জানেন?

