Success Story: মাইক্রোসফ্টে বার্ষিক ৫৪ লক্ষ বেতনের চাকরি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রীর আকাশছোঁয়া সাফল্য

Last Updated:
Success Story: ছোট্ট শহর থেকে স্বপ্নের উড়ান! লক্ষ লক্ষ টাকার মাইনের চাকরি পেলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের গর্ব তানিয়া বন্দ্যোপাধ্যায়।
1/5
ছোট্ট শহর থেকে স্বপ্নের উড়ান! লক্ষ লক্ষ টাকার মাইনের চাকরি পেলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের গর্ব তানিয়া বন্দ্যোপাধ্যায়। বিশ্বখ্যাত সংস্থা মাইক্রোসফটে বছরে ৫৪ লক্ষ টাকার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন হুগলির ব্যান্ডেলের এই কৃতি ছাত্রী। আপাতত হায়দরাবাদের অফিসে যোগ দেবেন তিনি।
ছোট্ট শহর থেকে স্বপ্নের উড়ান! লক্ষ লক্ষ টাকার মাইনের চাকরি পেলেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের গর্ব তানিয়া বন্দ্যোপাধ্যায়। বিশ্বখ্যাত সংস্থা মাইক্রোসফটে বছরে ৫৪ লক্ষ টাকার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছেন হুগলির ব্যান্ডেলের এই কৃতি ছাত্রী। আপাতত হায়দরাবাদের অফিসে যোগ দেবেন তিনি।
advertisement
2/5
 ২/ তানিয়া বর্তমানে কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। আগামী বছর বি.টেক শেষ করেই চাকরিতে যোগ দেবেন। দু’দিন আগেই মাইক্রোসফটের তরফে অফার লেটার হাতে পান তানিয়া। “মাইক্রোসফটের অফার লেটার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার স্বপ্ন ছিল। কঠোর পরিশ্রমের ফল পেলাম।”
২/ তানিয়া বর্তমানে কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। আগামী বছর বি.টেক শেষ করেই চাকরিতে যোগ দেবেন। দু’দিন আগেই মাইক্রোসফটের তরফে অফার লেটার হাতে পান তানিয়া। “মাইক্রোসফটের অফার লেটার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটা আমার স্বপ্ন ছিল। কঠোর পরিশ্রমের ফল পেলাম।”
advertisement
3/5
তানিয়ার বাবা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত, মা সংগীতা বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। একমাত্র মেয়ের এমন সাফল্যে ভীষণ গর্বিত তাঁরা। তানিয়ার কথায়, “গুগল বা মাইক্রোসফটের মতো সংস্থায় কাজ করাই আমার লক্ষ্য ছিল। শ্রেয়াদি গুগলে চাকরি পাওয়ায় অনুপ্রাণিত হই। সেই প্রেরণাতেই এগিয়ে যাই।”
তানিয়ার বাবা ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত, মা সংগীতা বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। একমাত্র মেয়ের এমন সাফল্যে ভীষণ গর্বিত তাঁরা। তানিয়ার কথায়, “গুগল বা মাইক্রোসফটের মতো সংস্থায় কাজ করাই আমার লক্ষ্য ছিল। শ্রেয়াদি গুগলে চাকরি পাওয়ায় অনুপ্রাণিত হই। সেই প্রেরণাতেই এগিয়ে যাই।”
advertisement
4/5
প্রসঙ্গত, কয়েক মাস আগেই একই কলেজের ছাত্রী শ্রেয়া সরকার গুগলে বছরে ৫৪ লক্ষ টাকার চাকরিতে যোগ দিয়েছিলেন। এবার তানিয়া মাইক্রোসফটে সুযোগ পাওয়ায় কলেজে খুশির হাওয়া।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই একই কলেজের ছাত্রী শ্রেয়া সরকার গুগলে বছরে ৫৪ লক্ষ টাকার চাকরিতে যোগ দিয়েছিলেন। এবার তানিয়া মাইক্রোসফটে সুযোগ পাওয়ায় কলেজে খুশির হাওয়া।
advertisement
5/5
কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের ছাত্রছাত্রীদের বিশ্বমানের সংস্থায় সুযোগ পাওয়া শুধু প্রতিষ্ঠানের পাশাপশি গোটা উত্তরবঙ্গের গর্ব।” মেধা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস...এই তিন অস্ত্রেই তানিয়া বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, তবে ছোট শহর থেকেও পৌঁছানো যায় বিশ্বের দরজায়!
কলেজের অধ্যক্ষ বলেন, “আমাদের ছাত্রছাত্রীদের বিশ্বমানের সংস্থায় সুযোগ পাওয়া শুধু প্রতিষ্ঠানের পাশাপশি গোটা উত্তরবঙ্গের গর্ব।” মেধা, অধ্যবসায় আর আত্মবিশ্বাস...এই তিন অস্ত্রেই তানিয়া বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, তবে ছোট শহর থেকেও পৌঁছানো যায় বিশ্বের দরজায়!
advertisement
advertisement
advertisement