TRENDING:

Baruipur: ভরদুপুরে রাস্তার ধারে রক্তাক্ত দেহ উদ্ধার! নাকে, মুখে গভীর ক্ষত, কে ওই যুবক? খোঁজ করছে বারুইপুর থানা

Last Updated:

Baruipur News: সোমবার ভরদুপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়াল বারুইপুরের উত্তরভাগ এলাকায়। নাকে, মুখে, হাতে গভীর ক্ষত চিহ্ন। স্থানীয়দের অনুমান, কেউ মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়াল বারুইপুরের উত্তরভাগ এলাকায়। সোমবার সপ্তাহের শুরুতেই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর উত্তরভাগ অঞ্চলের হিমচি এলাকায়।
বারুইপুর থানা
বারুইপুর থানা
advertisement

এদিন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এমন দৃশ্য দেখে রীতিমত আত্মারাম খাঁচা হয়ে যায় তাদের। সময় নষ্ট না করে তড়িঘড়ি তারা খবর দেন বারুইপুর থানায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে উদ্ধার করে তৎক্ষণাৎ বারুইপুর হাসপাতালে আনা হয়।

আরও পড়ুনঃ সকাল সকাল দোকান খুলতেই চক্ষু চড়কগাছ! চিৎকার, চেঁচামেচিতে জমল ভিড়, চা খেতে এসেছে ‘সে’, বান্দোয়ানে শোরগোল

advertisement

কর্তব্যরত চিকিৎসকেরা ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম, পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তার নাকে, মুখে, হাতে গভীর ক্ষত চিহ্ন ছিল। ভর দুপুরে হঠাৎ রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা বারুইপুর থানার খবর দিয়েছে।

আরও পড়ুনঃ দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া লরি পিষে দিল বাইক, চায়ের দোকান চুরমার, মৃত ১, গুরুতর জখম ৩

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপ্তি, রিচাদের উত্থান বাংলার এই অ্যাকাডেমি থেকে! হাওড়ায় অনুশীলন বিশ্বজয়ীদের
আরও দেখুন

তবে ওই এলাকার বাসিন্দারা কেউই ব্যক্তিটিকে চিনতে পারেনি বা তার নাম ঠিকানা কিছুই বলতে পারেননি। এলাকার মানুষ মনে করছেন, কেউ মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur: ভরদুপুরে রাস্তার ধারে রক্তাক্ত দেহ উদ্ধার! নাকে, মুখে গভীর ক্ষত, কে ওই যুবক? খোঁজ করছে বারুইপুর থানা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল