এদিন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এমন দৃশ্য দেখে রীতিমত আত্মারাম খাঁচা হয়ে যায় তাদের। সময় নষ্ট না করে তড়িঘড়ি তারা খবর দেন বারুইপুর থানায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে উদ্ধার করে তৎক্ষণাৎ বারুইপুর হাসপাতালে আনা হয়।
advertisement
কর্তব্যরত চিকিৎসকেরা ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম, পরিচয় কিছুই এখনও জানা যায়নি। তার নাকে, মুখে, হাতে গভীর ক্ষত চিহ্ন ছিল। ভর দুপুরে হঠাৎ রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় মানুষরা বারুইপুর থানার খবর দিয়েছে।
তবে ওই এলাকার বাসিন্দারা কেউই ব্যক্তিটিকে চিনতে পারেনি বা তার নাম ঠিকানা কিছুই বলতে পারেননি। এলাকার মানুষ মনে করছেন, কেউ মেরে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
