TRENDING:

Accident: সেচ খাল সংস্কার করতে গিয়ে ধসে গেল মাটি, দেওয়াল... সবশেষ! বুকফাটা কান্না বর্ধমানে

Last Updated:

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে কারও দোষ বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা: সেচ খাল সংস্কার করতে গিয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। পূর্ব বর্ধমানের কালনায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। কীভাবে তাঁদের শ্রমিকের মৃত্যু হয়েছে তা সবিস্তারে জানতে চেয়েছে জেলা প্রশাসন। ওই শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি উঠেছে।
ভয়াবহ দুর্ঘটনা!
ভয়াবহ দুর্ঘটনা!
advertisement

দামোদর ভ্যালি কর্পোরেশন এর সেচ খাল সংস্কার করতে গিয়ে মাটি ধসে এবং দেয়াল ধ্বসে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হলেন সঞ্জয় ক্ষেত্রপাল ও তাপস ক্ষেত্রপাল। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নারকেল ডাঙ্গা তিনমহনী বেহুলা নদীর পাড় এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কালনা থানার অন্তর্গত নারকেল ডাঙ্গা তিনমহনী বেহুলা নদীর পাড় এলাকায় বেহুলা নদীর একাংশের পাড় সংস্কারের কাজ করার সময় মাটি ধ্বসে এবং দেয়ালের একাংশ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। মৃত ব্যক্তিরা হল সঞ্জয় ক্ষেত্রপাল ও তাপস ক্ষেত্রপাল। প্রথম জনের বাড়ি ভূড়কুণ্ডা এলাকায়। অপর জনের বাড়ি পান্ডুয়া থানার পাঁচগড়া এলাকায়। স্থানীয় এলাকায় একটি পুরনো ইটের দেওয়ালের ইট খোলার কাজ করছিলেন নিচে থাকা ওই দুই শ্রমিক।  এমন সময় ওপরেও জেসিবি মেশিন দিয়ে কাজ চলছিল। আর সেই মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। হুড় মুড়িয়ে ভেঙে পড়ে ওই ইটের দেওয়াল এবং মাটির চাঙর। তাতেই চাপা পড়েন ওই দুই শ্রমিক।

advertisement

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির 'বিতর্কিত' পুকুর পরিদর্শনে সুকান্ত মজুমদার! যেতেই যা ঘটল... তুলকালাম কাণ্ড বড়ঞার আন্দি গ্রামে

আরও পড়ুন: '১৫ দিনের মধ্যে খালি করুন...' নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়িতে ঝুলল বিশ্বভারতীর উচ্ছেদের নোটিশ!

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

তড়িঘড়ি তাঁদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার দুপুরে সঞ্জয় ক্ষেত্রপালের মৃতদেহের ময়না তদন্ত হয় কালনা মহাকুমা হাসপাতালে।অপরজন, তাপস ক্ষেত্রপালের মৃতদেহের আজ  ময়নাতদন্ত হবে। ঘটনায় স্থানীয় এলাকার ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে কারও দোষ বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: সেচ খাল সংস্কার করতে গিয়ে ধসে গেল মাটি, দেওয়াল... সবশেষ! বুকফাটা কান্না বর্ধমানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল