দামোদর ভ্যালি কর্পোরেশন এর সেচ খাল সংস্কার করতে গিয়ে মাটি ধসে এবং দেয়াল ধ্বসে মৃত্যু হয়েছে দুই শ্রমিকের। মৃতরা হলেন সঞ্জয় ক্ষেত্রপাল ও তাপস ক্ষেত্রপাল। পূর্ব বর্ধমানের কালনা থানার অন্তর্গত নারকেল ডাঙ্গা তিনমহনী বেহুলা নদীর পাড় এলাকায় বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কালনা থানার অন্তর্গত নারকেল ডাঙ্গা তিনমহনী বেহুলা নদীর পাড় এলাকায় বেহুলা নদীর একাংশের পাড় সংস্কারের কাজ করার সময় মাটি ধ্বসে এবং দেয়ালের একাংশ ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই শ্রমিকের। মৃত ব্যক্তিরা হল সঞ্জয় ক্ষেত্রপাল ও তাপস ক্ষেত্রপাল। প্রথম জনের বাড়ি ভূড়কুণ্ডা এলাকায়। অপর জনের বাড়ি পান্ডুয়া থানার পাঁচগড়া এলাকায়। স্থানীয় এলাকায় একটি পুরনো ইটের দেওয়ালের ইট খোলার কাজ করছিলেন নিচে থাকা ওই দুই শ্রমিক। এমন সময় ওপরেও জেসিবি মেশিন দিয়ে কাজ চলছিল। আর সেই মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। হুড় মুড়িয়ে ভেঙে পড়ে ওই ইটের দেওয়াল এবং মাটির চাঙর। তাতেই চাপা পড়েন ওই দুই শ্রমিক।
advertisement
তড়িঘড়ি তাঁদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার দুপুরে সঞ্জয় ক্ষেত্রপালের মৃতদেহের ময়না তদন্ত হয় কালনা মহাকুমা হাসপাতালে।অপরজন, তাপস ক্ষেত্রপালের মৃতদেহের আজ ময়নাতদন্ত হবে। ঘটনায় স্থানীয় এলাকার ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলেছে স্থানীয়রা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা স্থানীয় প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে। এ ব্যাপারে কারও দোষ বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।