TRENDING:

Mahishadal Road Accident: ধাক্কায় পুকুরে পড়ল জিপ, ডুবে মৃত্যু দুই পুলিশকর্মীর! গভীর রাতে মহিষাদলে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

আচমকাই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন কর্তব্যরত দুই পুলিশকর্মী৷ ডাম্পারের ধাক্কায় পুকুরে পড়ল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপ৷ জলে ডুবে মৃত্যু হল জিপের ভিতরে থাকা দুই পুলিশকর্মীর৷ মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গাড়ুঘাটায়৷
পুকুরে আধডোবা জিপ থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা৷
পুকুরে আধডোবা জিপ থেকে আটক পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা৷
advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপরে টহল দিচ্ছিল মহিষাদল থানার একটি জিপ৷ মহিষাদলের গাড়ুঘাটার কাছে দাঁড়িয়েছিল পুলিশের গাড়িটি৷ সেই সময় গাড়ির ভিতরেই ছিলেন থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ আরও দুই পুলিশ কর্মী৷

আচমকাই হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে৷ ডাম্পারের ধাক্কার ফলে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা লাগে জিপটির৷ এর পর নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জিপটি পাশের পুকুরের মধ্যে গিয়ে পড়ে ডুবে যায়৷ কয়েক সেকেন্ডের মধ্যে এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় জিপের ভিতরে থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়ে মহিষাদল থানার অন্যান্য পুলিশকর্মী এবং স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ জিপের ভিতর থেকে উদ্ধার হয় থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল (৫৫) এবং শেখ হাসান (৫৩) নামে দুই পুলিশকর্মীর দেহ৷ গাড়িতে থাকা আরও এক পুলিশকর্মী স্বপন দাসও গুরুতর আহত হন৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mahishadal Road Accident: ধাক্কায় পুকুরে পড়ল জিপ, ডুবে মৃত্যু দুই পুলিশকর্মীর! গভীর রাতে মহিষাদলে ভয়াবহ দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল