বনগাঁর গোপালনগর এলাকার বেলতা গ্রামের বাসিন্দা দুই শিশু থাকতো ঠাকুরমার কাছেই। ঠাকুরমার সঙ্গেই পিসির বাড়িতে অনুষ্ঠানে এসেছিল। এক নাবালক এবং নাবালিকার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার। সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝেই এদিন পুকুরে স্নান করতে যায় তারা দু’জন। সাঁতার না জানায় ডুবে যায় বলে অনুমান। তাদের অনেকক্ষণ দেখতে না পাওয়ায় পরিবারের লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন।
advertisement
এরপরই পুকুরে তাদের দেহ ভাসতে দেখা যায়। মুহূর্তেই অনুষ্ঠান বাড়িতে নামে শোকের ছায়া। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে স্বরূপনগর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুই শিশুর বাবা হামিদ মণ্ডল ও তাদের মা কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। এখানে তারা দিদা দাদুর কাছেই থাকতেন। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
Rudra Narayan Roy