আরও পড়ুন: রাতের নিউটাউনে ফের বেপরোয়া গতির বলি বাইক চালক
২০০৯ সালের ২৩ জুন ভোরবেলায় কদমাপাড়ার একটি ক্লাবের সামনে গ্রাম্য বিবাদের জেরে মামনি ওরফে রীনা রাজুয়া (৩২)-কে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিলেন রঞ্জিৎ কদমা। এই ঘটনায় জড়িত বাকিরা হল অনুপ কদমা, নন্দ কদমা ও কার্তিক কদমা। লাঠির ঘায়ে জখম রীনা রাজুয়াকে বিনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ওই দিনই দুপুর আড়াইটে নাগাদ তিনি মারা যান। ওই দিনই বিনপুর থানায় রঞ্জিৎ কদমা সহ তার সহযোগীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে মৃত বধূর পরিবার।
advertisement
অভিযোগ পেয়ে পুলিশ ওই রাতেই গ্রেফতার করেছিল রঞ্জিৎ কদমাকে। অনুপ, নন্দ ও কার্তিক পরে গ্রেফতার হয়। যদিও খুনে অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়ে গিয়েছিল। এই মামলাতে পাঁচজন প্রত্যক্ষদর্শী সহ মোট আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। তারই ভিত্তিতে আদালত রঞ্জিৎ কদমাকে দোষী সাব্যস্থ করে। বাকি তিন অভিযুক্ত উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গিয়েছে।
রাজু সিং