বীরভূমের বোলপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত সাঁইথিয়া শহর। সাঁইথিয়া শহরের মধ্যে অবস্থিত অভেনানন্দ মহাবিদ্যালয়। দীর্ঘ প্রায় ৬০ বছর ধরে শিক্ষার পাঠ দিয়ে যাচ্ছে অভেনানন্দ কলেজ। ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম আর এই সোশ্যাল মিডিয়ার যুগে ছাত্রছাত্রীদের বইমুখী করে তুলতে এক অভিনব উদ্যোগ নিয়েছে এই মহাবিদ্যালয়। তৈরি করেছে, ‘গাছ লাইব্রেরি’। কলেজের মাঠে গিয়ে গাছের নিচে বসে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা দিতে যেমন পারবেন ছাত্রছাত্রীরা। ঠিক তেমনই হাতের কাছেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে বইপত্রের। গাছের মধ্যে বক্স করে সারি সারি দিয়ে লাগানো রয়েছে বিভিন্ন বই।
advertisement
আরও পড়ুনঃ বিশ্বভারতীর মুকুটে নতুন পালক! বোলপুরে শান্তিনিকেতনে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন বড় খবর
এই লাইব্রেরিতে কোনও তালা দেওয়া নেই। তাই যে কেউ এখানে ঢুকতে পারেন। লাইব্রেরি থেকে নিজের পছন্দের বই বের করে পড়তে পারেন। বহু মানুষ তেমনটা করছেনও। শুধুই কি ছাত্রছাত্রী! অনেক সময় অভিভাবকেরাও এসে গল্প করার মাঝে মোবাইলে রিলস না দেখে এই সমস্ত বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন। কলেজের এই মহৎ উদ্যোগ বেশ নজর কাড়ছে শিক্ষক মহলে। অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়ার যুগে এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
আরও পড়ুনঃ শান্ত নিসর্গে উষ্ণ প্রস্রবণ ও সতীপীঠের টানে আসুন রাঢ়বঙ্গের তীর্থক্ষেত্র বক্রেশ্বরে
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে মূলত সোশ্যাল মিডিয়ার যুগ। এখন ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা সকলেই কাজের ফাঁকে মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকেন। তবে কলেজের এই উদ্যোগ অনেকটাই শিক্ষা ক্ষেত্রে ভাল প্রভাব ফেলবে বলে মনে করছেন সকলে।