Birbhum Tourism: শান্ত নিসর্গে উষ্ণ প্রস্রবণ ও সতীপীঠের টানে আসুন রাঢ়বঙ্গের তীর্থক্ষেত্র বক্রেশ্বরে

Last Updated:

Birbhum Tourism: বীরভূমের দু'ই বক্রেশ্বর, একটি পরিচিত, আরেকটি উপেক্ষিত, এই দু'ইয়ের মধ্যেই লুকিয়ে আছে রাড়ভূমির আধ্যাত্মিক ঐতিহ্য, সাধনার ইতিহাস।

+
বীরভূমের

বীরভূমের দু'ই তীর্থভূমি ‘নতুন’ ও ‘পুরাতন’ বক্রেশ্বর

সুদীপ্ত গড়াই , বীরভূম: বক্রেশ্বর নামটি শুনলেই প্রথমেই বীরভূমের এক পবিত্র তীর্থস্থানের ছবি চোখে ভেসে ওঠে। উষ্ণ প্রস্রবণ, সতীপীঠ, এবং শিবের আরাধনাস্থল ‘নতুন বক্রেশ্বর’। কিন্তু অনেকেই জানেন না, এই জেলার বুকেই লুকিয়ে রয়েছে আরও এক আধ্যাত্মিক ইতিহাস, ‘পুরাতন বক্রেশ্বর’।
নতুন বক্রেশ্বর, যা বক্রেশ্বর নামেই অধিক পরিচিত, অবস্থিত বীরভূমের দুবরাজপুর ব্লকে। এটি ৫১ সতীপীঠের অন্যতম, যেখানে দেবী সতীর ‘বাম কানের’ দেহাংশ পতিত হয়েছিল। দেশ-বিদেশের হাজারো ভক্ত এখানে প্রতি বছর ভিড় জমান।
অন্যদিকে বীরভূমের খয়রাশোল ব্লকের দেবগঞ্জ গ্রামে অবস্থিত ‘পুরাতন বক্রেশ্বর’ এক নিঃসঙ্গ অথচ অতীব গুরুত্বপূর্ণ তীর্থভূমি। লোকপুর থানার অন্তর্গত এই স্থানে আজও শান্ত নিসর্গের মাঝে বয়ে চলে উষ্ণ প্রস্রবণ। রয়েছে অষ্টাবক্র মুনির সমাধি, প্রাচীন শ্মশান, কালী মন্দির এবং একটি পুরনো শিব মন্দিরের ধ্বংসাবশেষ। এই স্থানটি এখনও পর্যটনের মানচিত্রে ততটা জায়গা করে নিতে পারেনি।
advertisement
advertisement
আরও পড়ুন : গাদা গাদা টাকায় হেয়ার কালার-কলপ-ডাই কেনা এ বার ছাড়ুন! রান্নাঘরের ‘এটা’ দিয়ে মাথা ধুয়ে নিলেই সব সাদা চুল কুচকুচে কালো!
স্থানীয় শিক্ষক মুক্তিপদ মণ্ডলের কথায়, অষ্টাবক্র মুনির আদি তপস্যা ভূমি ছিল এই পুরাতন বক্রেশ্বর। এখান থেকেই তাঁর সাধনার সূচনা এবং পরবর্তীকালে তিনি গমন করেন বর্তমান নতুন বক্রেশ্বরে। অর্থাৎ, ‘পুরাতন বক্রেশ্বর’ হল আধ্যাত্মিক যাত্রার প্রারম্ভিক ধাপ, আর ‘নতুন বক্রেশ্বর’ তার বিকাশের কেন্দ্র। বীরভূমের দুই বক্রেশ্বর, একটি পরিচিত, আরেকটি উপেক্ষিত—এই দুইয়ের মধ্যেই লুকিয়ে আছে রাঢ়ভূমির আধ্যাত্মিক ঐতিহ্য, সাধনার ইতিহাস।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum Tourism: শান্ত নিসর্গে উষ্ণ প্রস্রবণ ও সতীপীঠের টানে আসুন রাঢ়বঙ্গের তীর্থক্ষেত্র বক্রেশ্বরে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement