Weekend Tour: বক্রেশ্বরে যাচ্ছেন সতীপীঠ দর্শন তো করবেনই, আর কী দেখবেন জানেন, এখানে রয়েছে মাহাত্ম্য ভরা এই স্থান

Last Updated:

Weekend Tour: বীরভূমের বুকেই রয়েছে আরেকটি বক্রেশ্বর, যা নামেই ‘পুরাতন’ হলেও তার মাহাত্ম্য ও সম্ভাবনায় কোনও অংশে কম নয়। সেই জায়গাটি 'পুরাতন বক্রেশ্বর' নামে পরিচিত।

+
উষ্ণ

উষ্ণ প্রস্রবণ

বীরভূম: বক্রেশ্বর বললেই সবার প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে ৫১ সতী পীঠের অন্যতম পীঠ বীরভূমের বক্রেশ্বরের কথা। যেখানে রয়েছে শিব মন্দির, দেবী দুর্গা এবং উষ্ণ প্রস্রবণ। কিন্তু বীরভূমের বুকেই রয়েছে আরেকটি বক্রেশ্বর, যা নামেই ‘পুরাতন’ হলেও তার মাহাত্ম্য ও সম্ভাবনায় কোনও অংশে কম নয়। সেই জায়গাটি ‘পুরাতন বক্রেশ্বর’ নামে পরিচিত।
পুরাতন বক্রেশ্বর অবস্থিত খয়রাশোল ব্লকের অন্তর্গত লোকপুর থানার দেবগঞ্জ এলাকায়। এখানে রয়েছে একাধিক ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন—উষ্ণ প্রস্রবণ, বক্রমুনির সমাধিস্থল, প্রাচীন শ্মশান, শিব মন্দির, কালী মন্দির, ভক্তদের থাকার জন্য বিশ্রামাগার সহ আরও অনেক কিছু। আশেপাশের পরিবেশ এতটাই শান্ত ও ছায়াঘেরা যে এখানে এসে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেন পর্যটকরা। প্রকৃতিপ্রেমীরাও মুগ্ধ হন পাখির কলতান, সবুজে ঘেরা বিশাল গাছপালা আর নির্জনতার শান্তিতে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা এবং শিক্ষক মুক্তিপদ মণ্ডল জানালেন, এই আশ্রমটিকে অনেকেই তপোবনের সঙ্গে তুলনা করেন। এখানে প্রকৃতি, পরিবেশ ও আধ্যাত্মিকতার এমন এক মিশেল রয়েছে, যা ভ্রমণপিপাসু ও সাধক—দুইয়ের মনেই এক অনির্বচনীয় প্রশান্তির ছোঁয়া দিয়ে যায়। এই স্থানে ১২ মাস ধরেই দর্শনার্থীরা আসেন। তবে সবচেয়ে বড় উৎসব হয় চৈত্র মাসের অমাবস্যায়, যখন শ্রী শ্রী কালীমায়ের বিশেষ পূজা, লীলাকীর্তন, নাম সংকীর্তন সহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০-১২ হাজার মানুষের ভোজন ও প্রসাদের ব্যবস্থা হয় এবং একটি ছোট মেলাও বসে।
advertisement
আপনি যদি একঘেয়ে শহুরে কোলাহল থেকে কিছুটা সময় প্রকৃতির কোলে, শুদ্ধ বাতাস ও নির্জনতার মাঝে কাটাতে চান —তবে পুরাতন বক্রেশ্বর আপনার জন্যই অপেক্ষা করছে। এখনই ঘুরে আসুন আলোছায়ার সেই অজানা ধাম থেকে, যা আপনাকে মুগ্ধ করবেই।
Sudipto Gorai
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Tour: বক্রেশ্বরে যাচ্ছেন সতীপীঠ দর্শন তো করবেনই, আর কী দেখবেন জানেন, এখানে রয়েছে মাহাত্ম্য ভরা এই স্থান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement