এই প্রসঙ্গে শিক্ষিকা সুতপা দাস বলেন, আমরা শিক্ষিকা। যখনই ছুটি পাই সুস্থ সমাজ গড়ার সচেতনতামূলক বার্তা নিয়ে ভ্রমনে বের হই। এবার সেভ ওয়াটার, সেভ লাইফ এবং সেভ আর্থ বার্তা নিয়ে ভ্রমণে বেরিয়েছি। প্রথমে আমরা ভুটান যাব। ওখানে তিন দিন থাকব এবং কিছু সচেতনতামূলক শিবির করে আবার দেশে ফিরে আসব। মেঘালয়, মনিপুর, নাগাল্যান্ড হয়ে আমরা আবার ফিরে আসব।
advertisement
আরও পড়ুন: বড়দের ছাড়াই একসঙ্গে পুকুরের স্নান করতে গিয়েছিল, ভয়ঙ্কর পরিণতি দুই কিশোরীর…
জানা গিয়েছে এটাই প্রথম নয়। এর আগেও একাধিক জায়গায় ভ্রমণ করেছেন এই তিনজন। বিভিন্ন জায়গায় প্রদান করেছেন বিভিন্ন ধরনের বার্তা। জন সাধারণকে সচেতন করার জন্য অনেক সচেতনতামূলক শিবিরও করেছেন। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সেভ গার্ল চাইল্ডের বার্তা নিয়েও ভ্রমণ করেছেন তাঁরা। সেরকমই আবারও নতুন বার্তা প্রদানের লক্ষ্যে এদিন বুধবার ভ্রমণের জন্য রওনা দিলেন এই তিনজন।
এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। তাকে দ্রুত ঠেকাতে না পারলে এই মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। তাই এবার এমন একটি বিষয় নির্বাচন করে তাঁরা ভ্রমণে বের হয়েছেন।এবারের এই ভ্রমণ সম্পন্ন হতে এই তিন শিক্ষিকার সময় লাগতে পারে ২০ থেকে ২৫ দিন। তাদের কথায়, সব নিয়ে এই ভ্রমণে প্রায় চার থেকে পাঁচ হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আগামী দিনেও তাঁরা এইভাবে ভ্রমণে বের হবেন বলে জানান।
বনোয়ারীলাল চৌধুরী





