সোমবার শিয়ালদহের ডিআরএম দীপক নিগম সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের প্রাচীন ব্রিজের মেরামতির প্রয়োজন।
আরও পড়ুন: মকর সংক্রান্তির সকাল থেকেই বদলাবে আবহাওয়া? ফের ঝড়বৃষ্টি জেলায় জেলায়? জানুন এখনই
সেই মর্মেই ওই রুটে সম্পূর্ণ পাওয়ার ব্লক করে কাজ চলবে। ফলে, টানা ১০০ ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। আগামী ২২ জানুয়ারি মধ্য রাত থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত দমদম-ডানকুনি শাখায় ট্রেন চলাচল করবে না। ওই সময়ের মধ্যে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বদলে দেওয়া হয়েছে দমদম-নৈহাটি লোকালের রুট। এছাড়াও, রুট বদল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার এক্সপ্রেসেরও। উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেসের রুট বদল করা হয়েছে। শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে এই দুটি এক্সপ্রেস।
advertisement
আরও পড়ুন: শান্ত নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চান? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানেই
একইসঙ্গে বাতিল করা হয়েছে বেশকিছু দুরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে কলকাতা-পটনা গরিবরথ, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস, কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস-সহ মোট ১৭টি দুরপাল্লার ট্রেন।