Makar Sankranti 2025 WB Weather Forecast : মকর সংক্রান্তির সকাল থেকেই বদলাবে আবহাওয়া? ফের ঝড়বৃষ্টি জেলায় জেলায়? অবশেষে জানিয়ে দিল আলিপুর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Makar Sankranti 2025 Weather Forecast : আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল থেকেই আবহাওয়ার উল্টা পুরাণ। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই। তবে কি শীতের ঘরে তালা!
advertisement
advertisement
advertisement
*সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় কুয়াশার প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কুয়াশার পর মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। ফাইল ছবি।
advertisement
*দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের গুলিতে হালকা বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণে শ্রম ও মঙ্গলবার দার্জিলিং-সহ পার্বত্য অঞ্চলের উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা। সেই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি।
advertisement
*উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ সব জেলাতেই ঘন কুয়াশার প্রভাব থাকবে। তুষারপাতের জেরে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি নিচে নামবে। উত্তরবঙ্গের শীতের পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা কম। ফাইল ছবি।
advertisement
advertisement
*দিঘা-সহ জেলায় এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ শতাংশ। মঙ্গলবার থেকে তাপমাত্রা পারদ আরও উর্ধ্বমুখী হবে। শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ফাইল ছবি।