শান্ত নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চান? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানেই, মন ভরে যাবে!

Last Updated:

Picnic Spot: সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মাঝে হারিয়ে গিয়ে পিকনিকের মজা উপভোগ করতে চাইলে, চলে আসুন পুরুলিয়ার এই জায়গায়!

+
কুমারী

কুমারী ড্যাম পুরুলিয়া

পুরুলিয়া: কাছে পিঠে বেড়ানোর অন্যতম ঠিকানা পুরুলিয়া। জঙ্গলমহল পুরুলিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান পর্যটন কেন্দ্র। পিকনিক হোক কিংবা একদিনের বেড়ানো পুরুলিয়াতে রয়েছে সবকিছুই। পুরুলিয়ার অফবিট একটি পিকনিক স্পট হল কুমারী ড্যাম। ‌পুরুলিয়া-বলরামপুর যাওয়ার পথে উরমার কাছেই রয়েছে এই ড্যাম। অনেকেই শীতের এই মরশুমে এই ড্যামে পিকনিক করতে আসে। বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এখানে ভিড় জমান।
শান্ত নিরিবিলি পরিবেশ হওয়ার কারণে পর্যটক থেকে আশপাশের এলাকার মানুষ সকলেরই খুবই পছন্দের এই জায়গাটি। শীতের এই সিজনে পিকনিক করতে অনেকেই তাই এই জায়গাটিকে বেছে নেন।এ বিষয়ে এখানে পিকনিক করতে আসা পর্যটকেরা বলেন , এই ড্যাম খুবই সুন্দর। চারিদিকে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে। শান্ত , স্নিগ্ধ হওয়ার কারণে এই জায়গায় আসলে যে কারোর মন ভরে যায়। ‌
advertisement
advertisement
তবে এখানে সেভাবে গড়ে ওঠেনি কোনওপর্যটনকেন্দ্র। এই জায়গায় যদি পর্যটন কেন্দ্র গড়ে ওঠে তাহলে মানুষের ঢল আরও বাড়বে। সেইভাবে প্রচার না থাকার কারণে মানুষজনের সংখ্যা মোটামুটি থাকে বিরাট ভিড় থাকে না পুরুলিয়ার অন্যান্য পর্যটন কেন্দ্র বা পিকনিক স্পট গুলির মত। ‌শীত মানেই বেড়ানো। আর তার সঙ্গে পাল্লা দিয়ে চলে পিকনিক।
advertisement
ছুটির দিন পেলেই তাই পিকনিকের আনন্দে মেতে ওঠে আট থেকে আসি। পিকনিকের এই মরশুমে তাই সমস্ত পিকনিক স্পটগুলো থাকে হাউসফুল। জেলা পুরুলিয়ার এই কুমারী ড্যামেও পিকনিকের ভিড় দেখা যায়। পর্যটক সমাগমে ভরে ওঠে এই ড্যাম।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শান্ত নিরিবিলি পরিবেশে পিকনিক করতে চান? প্রিয়জনকে নিয়ে চলে আসুন এখানেই, মন ভরে যাবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement