আরও পড়ুন: জাতীয় প্রশিক্ষণ শিবিরে সুযোগ মিষ্টির, আরও সাফল্যের আশায় মালদহের জ্যাভলিন থ্রোয়ার
জানা গিয়েছে, গোঘাটের একটি প্রত্যন্ত গ্রাম হলো ভাবাদিঘি। দীঘির নামে গ্রামের নাম। স্বাভাবিকভাবে ভাবাদীঘি নিয়ে ব্যাপকভাবে আবেগ জড়িত আছে গ্রামের মানুষের। দীঘির উপর দিয়ে রেল লাইন তৈরি নিয়ে গ্রামের মানুষের আপত্তিতে বন্ধ হয়ে পড়ে রয়েছে রেলপথ তৈরির কাজ। এখনো কাটেনি ভাবাদিঘি থেকে রেল জট। ক্ষোভে ফুঁসছেন ভাবাদিঘির মানুষজন।রেল জট কাটাতে প্রশাসন থেকে শুরু করে শাসক দলের নেতারা বারে বারে ভাবাদিঘির মানুষের সঙ্গে আলোচনা করেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। গ্রামের মানুষের একটাই দাবি দীঘি বাঁচিয়ে রেলপথ হোক। দীঘির মাঝখান দিয়ে রেললাইন করা যাবে না। শুরু হয় ভাবাদিঘিকে কেন্দ্র করে আন্দোলন। আর এই আন্দোলনে জেরে বিষ্ণুপুর পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে পড়ে রয়েছে।
advertisement
এই কারনেই কামারপুকুর রেল স্টেশন তৈরি হয় পড়ে রয়েছে। রেল আসার অপেক্ষায় যেন প্রহর গুনছে এলাকার মানুষ। স্থানীয়রা জানান, “প্রত্যেকদিনই যেন স্বপ্ন দেখি এই বুঝি কামারপুকুর স্টেশনে ট্রেন এলো। কিন্তু চোখ খুলে বাস্তবতা বুঝতে পারি। তবে আশা রয়েছে একদিন আমাদের এই কামারপুকুর স্টেশন দিয়ে বিষ্ণুপুরে ট্রেন চলাচল করবে।” সব মিলিয়ে ভাবাদিঘি জটে আটকে পড়ে রয়েছে কামারপুকুর রেল স্টেশন। কবে এই স্টেশনে কোলাহল দেখা যাবে, কবে চলবে রেল, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষ।
Suvojit Ghosh