PUBG Player Committed Suicide: পাবজি খেলার মারাত্মক নেশা থাকায় মা বকাবকি করেছিলেন তারপরেই রাতে ঘর থেকে অনিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভা এলাকার ঘটনা।
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: গলায় গামছার ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলছে ১৬ বছরের নাবালকের নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই নাবালকের নাম অনিত সরকার। পাবজি খেলার মারাত্মক নেশা থাকায় মা বকাবকি করেছিলেন তারপরেই রাতে ঘর থেকে অনিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর পুরসভা এলাকার ঘটনা। এদিন বংশীহারী থানার পুলিশকর্মীরা মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায়। নাবালকের দেহ নামাতে গিয়ে তাঁরা লক্ষ্য করেন, নাবালকের হাতের মুঠোয় একটা নোট। তাতে লেখা “আমি পাবজি প্লেয়ার হতে চাই। কিন্তু মা খালি বকাবকি করে। তাই আমি বাবার কাছে চলে যাচ্ছি।”
মৃতের এক জেঠু জানিয়েছেন, “অনিতের খেলার এতটাই নেশা ছিল যে নিজের শরীরে পাবজি লেখা ট্যাটু বানিয়েছিল। এরজন্য বাড়িতে মায়ের কাছে বকাবকি খেত। গেম খেলতে গিয়ে ধার হয়ে যায় মনে হচ্ছে এই কারণেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।”
পুলিশ সূত্রে খবর, এই পাবজি খেলার চক্করেই বন্ধুদের সঙ্গে বাজি ধরতে শুরু করে অনিত। কখনও জিতত, কখনও হারত। এভাবে বন্ধুদের কাছে অনেক টাকা ধার হয়ে যায় ছেলেটির। সেই টাকা শোধ করতে ওই বন্ধুদের সঙ্গেই জুয়া খেলাও শুরু করে অনিত। তবে, তাতে ধার মেটানোর বদলে উল্টে বেড়ে যায়। বিষয়টি জানতে পেরেই মা বকাবকি করে দোকানে চলে যান। এরপরে রাতে বাড়ি ফিরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান। পুলিশের প্রাথমিক অনুমান, পাবজিতে আসক্ত হওয়া এবং ধার হয়ে যাওয়ার কারণেই ছেলেটি এমন সিদ্ধান্ত নিয়েছে তবে ঘটনার পিছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷