Kolkata Metro: আর মাত্র কয়েক ঘণ্টা! যাত্রা শুরু মেট্রোর তিন লাইনের! রোজ কখন থেকে কখন ছুটবে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ লাইনের ট্রেন? দেখুন সময়সূচি
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Metro: আগামিকাল, শুক্রবারই বিমানবন্দর থেকে চালু হবে ইয়েলো লাইন, আর অন্যদিকে, গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মাঝের দূরত্ব জুড়ে যাবে পরস্পরের সঙ্গে৷
দিল্লির মতোই কলকাতাকেও মাটির নীচ এবং উপর দিয়ে ব্লু, গ্রিন, ইয়েলো, ওরেঞ্জ অ্যান্ড পার্পল নেটওয়ার্কে ঘিরে ফেলছে মেট্রো রেলওয়ে৷ শুধু সেগুলো পরস্পরের সঙ্গে জোড়ার অপেক্ষা৷ তারই কাজ এগোচ্ছে ধীরে ধীরে৷ যেমন, আগামিকাল, শুক্রবারই বিমানবন্দর থেকে চালু হবে ইয়েলো লাইন, আর অন্যদিকে, গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মাঝের দূরত্ব জুড়ে যাবে পরস্পরের সঙ্গে৷
advertisement
২২শে আগস্ট, শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতা মেট্রোর তিনটি নতুন স্ট্রেচের উদ্বোধন করবেন – গ্রিন লাইনের ২.৪৫ কিলোমিটার, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশ, ইয়েলো লাইনের ৬.৭৭ কিলোমিটার, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর অংশ এবং অরেঞ্জ এল-এর হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অংশ। তিনি এই লাইনে তিনটি মেট্রো ট্রেনের পতাকাও উন্মোচন করবেন।
advertisement
advertisement
কিন্তু প্রতিদিন কোন মেট্রো কতক্ষণ চলবে তা নিয়ে প্রশ্ন সবার মনেই আছে। গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহের মেট্রো ২২ তারিখ থেকে চলাচল শুরু করবে। সকাল ৬.৩০ থেকে রাত ১০.১৯ পর্যন্ত চলবে। অন্যদিকে, ইয়েলো লাইনের ৬.৭৭ কিলোমিটার, নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর অংশ ২৫ তারিখ থেকে চলবে সকাল ৭.৫৮ থেকে সন্ধ্যা ৮.১০ পর্যন্ত।
advertisement