এর আগে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নিলেও যানবাহনের ত্রুটি শনাক্তকরণে এমন উদ্যোগ এই প্রথম। বহু সময় দেখা গিয়েছে দ্রুতগতির কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটেছে দুর্ঘটনা, এমনকী হয়েছে প্রাণহানিও।
পথ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে যানবাহনের রক্ষণাবেক্ষণের অভাব। অনেক সময় ব্রেক, ক্লাচ, ইঞ্জিন কিংবা টায়ারের হাওয়া সংক্রান্ত সমস্যার জেরেই ঘটে বিপত্তি। তাই এবার সচেতনতা বাড়াতে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিশনারেট এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ছটি ক্যাম্পের আয়োজন করে ব্যারাকপুর ট্রাফিক পুলিশ।
advertisement
ক্যাম্পগুলিতে উপস্থিত ছিলেন স্থানীয় কিছু অভিজ্ঞ গাড়ি মেকানিক এবং মোটর ভেহিকল অফিসাররা। তারা বিভিন্ন গাড়ির যান্ত্রিক অংশ পরীক্ষা করে চালক ও মালিকদের হাতে রিপোর্ট তুলে দেন।
জানা যায়, ছোটখাটো যান্ত্রিক সমস্যাগুলি ক্যাম্প থেকেই মেরামত করে দেওয়া হয়।এদিনের এই ছয়টি ক্যাম্পে প্রায় ৪০০টি গাড়ির পরীক্ষা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু সচেতনতা বৃদ্ধি নয়, জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্কও গড়ে তোলা।
আরও পড়ুন- রসগোল্লা-সন্দেশ নয়,বাংলার এই বিখ্যাত মিষ্টি বিদেশে হিট!ভাইফোঁটায় দাম বাড়ে কয়েকগুণ
ট্রাফিকের এমন উদ্যোগে খুশির স্থানীয় মানুষজন সহ পথ চলতি সকলেই। আগামী দিনে আরও অন্যান্য জায়গায় করা হতে পারে এই ক্যাম্প বলেও জানা গিয়েছে।
Rudra Narayan Roy