পুলিশ সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার জয়পুরে গত ২০২৪ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের ও কোতুলপুরে ছয় জনের। ২০২৫ এর আট জুন পর্যন্ত জয়পুর ও কোতুলপুর এ তিন জন করে ছয় জনের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। পুরো বাঁকুড়া জেলা জুড়ে ২০২৪ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১২২ জনের এবং ২০২৫ এর আট জুন পর্যন্ত পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১৯ জনের। এবার জয়পুর ও কোতুলপুর কে অভিশাপ মুক্ত করতে উদ্বোধন হল ট্রাফিক অফিস। এই এলাকায় পথ নিরাপত্তার স্থায়ী ঠিকানা হল জয়পুর-কোতুলপুর সাব ট্রাফিক গার্ড।
advertisement
আরও পড়ুন: ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! এখনই উঠবে বিরাট ঝড়-তুফান! বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি
গত দু’বছর আগে ধলডাঙ্গা মোড়, হেবির মোড়, বেলিয়াতোড় ডাকবাংলা মোড় ও বড়জোড়া চৌমাথায় জেলার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে বসানো হয়েছিল ট্রাফিক সিগন্যাল। এর পাশাপাশি জয়পুর, কোতুলপুরেও রয়েছে ট্রাফিক সিগন্যাল। এবার সেই এলাকায় ট্রাফিক অফিস উদ্বোধন হল গেলিয়া এলাকায়। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি এর হাত ধরে উদ্বোধন হল জয়পুর কোতুলপুর সাব ট্রাফিক গার্ড।
আরও পড়ুন: সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা…,আপনিও কি করছেন
এই দিন পুলিশ সুপার নারকেল ফাটিয়ে ও ট্রাফিক অফিসের ফিতে কেটে উদ্বোধন করলেন এর পাশাপাশি একাধিক পুলিশ কর্তারা মিলেও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করলেন এই ট্রাফিক অফিসটি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও, জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও জয়পুর কোতুলপুর ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক রবি শংকর বোস।





