TRENDING:

Jhargram News: প্রবল বৃষ্টি, হঠাত্‍ জলস্রোতে আটকে গেল গাড়ির চাকা! গাড়ির মধ‍্যে আর্তনাদ পর্যটকদের, তারপর যা হল...ঝাড়গ্রামে মারাত্মক কাণ্ড

Last Updated:

প্রবল জলস্রোত চলে আসে। গাড়ির চাকা নরম মাটিতে বসে যায়। বিপজ্জনক অবস্থায় গাড়িটির চালক-সহ চারজন আটকে পড়েন। তীব্র স্রোতে গাড়ি-সহ ওই চারজন ভেসে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: প্রবল বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে যাওয়ার পরিস্থিতি হয়েছিল পর্যটকদের। জলের তোড়ে পর্যটকদের গাড়ি ভেসে যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় শেষমেষ তাঁদের উদ্ধার করা সম্ভব হয় পর্যটকদের। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন পর্যটকরা। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার চিরাকুটি গ্রাম সংলগ্ন এলাকায়।
উদ্ধার কার্যের ছবি
উদ্ধার কার্যের ছবি
advertisement

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে বেড়াতে গিয়েছিলেন একই পরিবারের এক পুলিশ কর্মী এবং তাঁর চিকিৎসক ভাই ও চিকিৎসক স্ত্রী। একটি গাড়িতেই তাঁরা ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন চালক। বেলপাহাড়ির বিভিন্ন পর্যটনস্থল ঘুরে তাঁরা রাত ১১টা নাগাদ শিমূলপাল অঞ্চলের চিরাকুটির দিক থেকে বুক করা একটি হোমস্টেতে ফিরছিলেন।

আরও পড়ুন: সাদা সাদা হয়ে গিয়েছে দেওয়াল-মেঝে? বর্ষায় ড‍্যাম্প ধরে ভেজা ভাব? ৬ উপায় জেনে নিন, বৃষ্টি যতই হোক, ড‍্যাম্প আর ধরবে না

advertisement

চিরাকুটিতে একটি খালের উপর কালভার্ট তৈরি হচ্ছে। আর সেজন্য পাশেই একটি অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে। অস্থায়ী কাঁচা রাস্তায় হঠাৎই প্রবল জলস্রোত চলে আসে। গাড়ির চাকা নরম মাটিতে বসে যায়। বিপজ্জনক অবস্থায় গাড়িটির চালক-সহ চারজন আটকে পড়েন। তীব্র স্রোতে গাড়ি-সহ ওই চারজন ভেসে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ করতে থাকেন তাঁরা।

advertisement

ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে যান সেখানে। খবর দেওয়া হয় বেলপাহাড়ি থানায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ ও স্থানীয়রা স্রোতের মধ্যে নেমে এক এক করে যাত্রীদের গাড়ি থেকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসেন। জলের তোড়ে গাড়িটি ভেসে যাওয়ার সম্ভাবনা ছিল। গাড়িটিকে উদ্ধারের জন্য আর্থ মুভার নিয়ে আসা হয় ঘটনাস্থলে। আর্থ মুভারের সঙ্গে দড়ি বেঁধে সেটির অপর প্রান্ত গাড়ির সঙ্গে লাগান হয়। আর্থ মুভারের মাধ্যমে ওই গাড়িটি উদ্ধার করা হয়। আটকে থাকা পর্যটকদের গাড়ির চালক বলেন’ গ্রামের রাস্তা নতুন কাজ হয়েছে বুঝতে পারিনি। খুব জোর বেঁচে গিয়েছি।’

advertisement

আরও পড়ুন: কোথায় যাচ্ছে বাংলাদেশ! পুজো দেখতে গিয়ে ধর্ষণের শিকার সংখ্যালঘু মহিলা, ছড়িয়ে দেওয়া হল ভিডিও-ও! তোলপাড়

কিন্তু টানা বৃষ্টির কারণে প্রথমে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হয়। স্থানীয় বাসিন্দা অমল সোরেন বলেন ‘পুলিশ ও স্থানীয়রা আটকে পড়া গাড়িটিকে নিরাপদে সরায়, চালক ও পর্যটকদের উদ্ধার করে রিসর্টে নিয়ে যাওয়া হয়। তাঁরা সকলেই সুস্থ রয়েছে।’

advertisement

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: প্রবল বৃষ্টি, হঠাত্‍ জলস্রোতে আটকে গেল গাড়ির চাকা! গাড়ির মধ‍্যে আর্তনাদ পর্যটকদের, তারপর যা হল...ঝাড়গ্রামে মারাত্মক কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল