Bangladesh: কোথায় যাচ্ছে বাংলাদেশ! পুজো দেখতে গিয়ে ধর্ষণের শিকার সংখ্যালঘু মহিলা, ছড়িয়ে দেওয়া হল ভিডিও-ও! তোলপাড়
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bangladesh: বাংলাদেশের কুমিল্লায় গৃহবধুকে ধর্ষণের ঘটনায় তোলপাড়।
ঢাকা: বাংলাদেশের কুমিল্লায় গৃহবধুকে ধর্ষণের ঘটনায় তোলপাড়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনার নির্যাতিতার ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ভিডিও ছড়ানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ।
তবে ধর্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই রাজধানী ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শুরু করে তীব্র প্রতিবাদ। ছাত্ররা রাস্তায় নেমে আসেন, অপরাধীদের বিরুদ্ধে “সরাসরি পদক্ষেপ” নেওয়ার দাবি করেন তারা।
advertisement
advertisement
প্রসঙ্গত, ঘটনাটি ঘটে ২৬ জুন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের সংখ্যালঘু ২৫ বছর বয়সী গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক স্থানীয় রাজনীতিবিদের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্ত ৩৬ বছর বয়সী ফজর আলিকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মহম্মদ সুমন, রমজান আলি, মহম্মদ আরিফ এবং মহম্মদ অনিককে।
আরও পড়ুন: এবার বেলগাছিয়ায় মরণ ঝাঁপ, সপ্তাহের শুরুতেই মেট্রোয় জোড়া বিপত্তি! অফিস টাইমে নাকাল যাত্রীরা
advertisement
রিপোর্ট অনুযায়ী, মুরাদনগরে নিজের বাপের বাড়িতে এসেছিলেন ওই নির্যাতিতা গৃহবধু। গত ২৬ জুন সন্ধ্যায় বাড়ির পাশে পুজো হচ্ছিল। সেখানেই গিয়েছিলেন নির্যাতিতা এবং তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ এখানেই দরজা ভেঙে ঢুকে পড়ে ফজর আলি এবং মহিলাকে ধর্ষণ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 1:37 PM IST