TRENDING:

Tourism Problem: বাংলার 'অ্যামাজন' কোথায় জানেন? প্রতিবার ভিড় জমে শীতে, এবারে হতাশ পর্যটকরা! ব্যাপক সমস্যা পর্যটনে

Last Updated:

Tourism Problem: কচুরি পানায় ভরে গিয়েছে ছাড়িগঙ্গা। ফলে পর্যটকদের নৌকায় বসিয়ে পাখি দেখাতে অসুবিধা হচ্ছে মাঝিদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: গতবছরের মত আবারও কচুরি পানায় ঢেকেছে ছাড়িগঙ্গা। স্বভাবতই শীতের মরশুমে সমস্যায় পড়তে হচ্ছে মাঝিদের। পর্যটকদের আসা যাওয়াও শুরু হয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। তবে যে জায়গা পর্যটকদের মূল আকর্ষন সেটা হল পূর্বস্থলীর চুপির পাখীরালয়। ওখানে ছাড়িগঙ্গায় পর্যটকরা ঘোরেন এবং ওই জায়গাতেই দেখা মেলে পরিযায়ী পাখির। কিন্তু বর্তমানে আবার কচুরি পানায় ভরে গিয়েছে ছাড়িগঙ্গা। এর ফলে পর্যটকদের নৌকায় বসিয়ে পাখি দেখাতে অসুবিধা হচ্ছে মাঝিদের। আবার বিভিন্ন ক্ষেত্রে কিছুটা নৌকা নিয়ে যাওয়ার পরে, অন্য নৌকা ভাড়া করে পাখি দেখাতে হচ্ছে পর্যটকদের।
advertisement

এই বিষয়ে পীযূষ হালদার নামের এক মাঝি জানিয়েছেন, “এ বছর আর্থিক অবস্থা খারাপ, তা নাহলে আমরা পরিষ্কার করতাম। প্রশাসনের কাছে অনুরোধ এই বিষয়ে নজর দেওয়া হোক।” গতবছর মাঝিরা নিজেদের উদ্যোগেই কচুরি পানা পরিষ্কারের কাজ করেছিলেন। বাঁশ এবং দড়ি দিয়ে কচুরিপানা সরিয়ে সেটাকে আটকে রেখে, নৌকা চলাচলের সুবিধার জন্য রাস্তা করতে হয়েছিল। যদিও পরবর্তীতে প্রশাসনের তরফেও পানা পরিষ্কারের কাজ করা হয়েছিল। কিন্তু এবছর আবারও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ বছরে মাত্র ৩-৪ মাস মেলে, শীতে বাজার খুঁজে আনুন সস্তার এই সবজি, উপকারিতার শেষ নেই

স্থানীয়দের কথায়, কচুরি পানা পরিষ্কার করা দরকার, তাহলে আর কোনও অসুবিধা হবেনা। কিন্তু পানা পরিষ্কার না করলে খাবারের অভাবে এই জায়গা থেকে হয়ত মুখ ফিরিয়ে নেবে পরিযায়ী পাখিরাও। পর্যটকরাও এই জায়গায় এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

advertisement

View More

পর্যটক সুমন্ত কুমার সাহা জানিয়েছেন, “যেটার জন্য আসা সেটাই যদি না দেখতে পাই তাহলে আর কি হবে। সত্যিই খুবই অসুবিধার বিষয়। প্রশাসনের গুরুত্ব দেওয়া দরকার।” পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি বলেন, “ইরিগেশন দফতরের তরফে গতবছর কচুরিপানা পরিষ্কার করা হয়েছিল। এবারেও ইরিগেশন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ মেঝেতে পা দিলেই শরীর কেঁপে ওঠে? শীতে রোজ করুন এই কাজ, হিটার ছাড়াই মেঝে হবে একেবারে গরম

advertisement

এই জায়গার উপরেই নির্ভর করে থাকেন প্রায় ১০০ জন মাঝি। এই শীতের মরশুমে পর্যটকদের পরিযায়ী পাখি দেখিয়েই তাঁদের রোজগার হয়। রাজ্য তথা ভিন রাজ্য থেকেও পর্যটকরা বর্ধমানের এই জায়গায় ঘুরতে আসেন। কিন্তু বর্তমানে এখানকার পরিস্থিতি বেশ খারাপ। এই চুপিতেই আমাজন নামেও এক জায়গা রয়েছে। সকলের কাছে যা বাংলার আমাজন নামে পরিচিত।

advertisement

পর্যটকদের বেশ পছন্দের ওই জায়গা। কিন্তু সেই আমাজনেরও একই পরিস্থিতি। রাজ্য সরকার চুপির পাখিরালয়কে ঘিরে বড় পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে। আর এই কারণে ওই এলাকার বাসিন্দাদের অর্থনৈতিক অবস্থাও পাল্টাচ্ছে। কিন্তু বর্তমানে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ছাড়িগঙ্গা কচুরি পানায় ভরে উঠেছে। এখন দেখার বিষয় কতদিনে এই সমস্যার সমাধান হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণচন্দ্রপুরে এবার স্বপ্নের স্টেডিয়াম, নতুন বছরেই খুলে যাবে সকলের জন্য
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী 

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tourism Problem: বাংলার 'অ্যামাজন' কোথায় জানেন? প্রতিবার ভিড় জমে শীতে, এবারে হতাশ পর্যটকরা! ব্যাপক সমস্যা পর্যটনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল