Winter: মেঝেতে পা দিলেই শরীর কেঁপে ওঠে? শীতে রোজ করুন এই কাজ, হিটার ছাড়াই মেঝে হবে একেবারে গরম
- Reported by:Trending Desk
- local18
- Published by:Shubhagata Dey
Last Updated:
Winter Room Healting Hacks without Heater: খালি পায়ে ঠান্ডা মেঝেতে হাঁটা যায় না মোটে। অনেক সময় মেঝে এত ঠান্ডা হয়ে যায় যে অস্বস্তি হয়। কখনও কখনও আবার ঠান্ডাও লেগে যায়। কিছু সহজ ও কার্যকর পদ্ধতি রয়েছে, যাতে এই সমস্যার সমাধান সম্ভব।
advertisement
advertisement
advertisement
*কার্পেট ব্যবহার: এটাই সবচেয়ে সহজ এবং কার্যকর পদ্ধতি। মেঝেতে শতরঞ্চি, মাদুর, কার্পেট বা গালিচা বিছিয়ে রাখতে হবে। এতে মেঝের ঠান্ডা পায়ে লাগবে না। পুরনো কাপড়চোপড় দিয়ে দোরোখাও বানিয়ে নেওয়া যায়। বা পাটের বস্তা। মেঝেতে পেতে রাখলে ঠান্ডা উঠবে না। মেঝেও গরম থাকবে। এতে শুধু চলাফেরা স্বস্তির হবে তাই নয়, ঠান্ডা লাগার ভয় থাকবে না। শীতও কম লাগবে। সংগৃহীত ছবি।
advertisement
*ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে মেঝে পরিস্কার: গৃহস্থ বাড়িতে প্রতিদিনই ঝাঁট দেওয়ার পর মেঝে মোছা হয়। ফলে মেঝে আরও ঠান্ডা হয়ে যায়। বিশেষ করে শীতকালে। এই সময় মেঝে মোছার বদলে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করাই ভাল। মেঝের কোথাও যদি খুব বেশি ময়লা বা অন্য কিছু লেগে থাকে, তাহলে শুধু সেই অংশটুকুই জল দিয়ে মুছে নেওয়া উচিত। এতে বাকি মেঝে ঠান্ডা হবে না, আবার ঘরও পরিস্কার থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement









