Healthy Lifestyle: বছরে মাত্র ৩-৪ মাস মেলে, শীতে বাজার খুঁজে আনুন সস্তার এই সবজি, উপকারিতার শেষ নেই
- Published by:Shubhagata Dey
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Healthy Lifestyle: শীতের মরশুমের চার মাসই খেতে পাওয়া যায়। যদিও এই মেটে আলু সবজির শ্রেণীতে পড়ে, তাই বেশিরভাগ মানুষ এটিকে চাটের মতো বানিয়ে খেতেই বেশি পছন্দ করেন।
*শীতের মরশুম আসতে না আসতেই বাজারে নানা রকম শাকসবজি আসতে শুরু করেছে। আর মরশুমি কিছু ফল ও শাকসবজি এতটাই সুস্বাদু যে, মানুষ সারা বছরই সেগুলি খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এর মধ্যে অন্যতম হল মেটে আলু বা গরাড়ু। যা শুধুমাত্র শীতের মরশুমের চার মাসই খেতে পাওয়া যায়। যদিও এই মেটে আলু সবজির শ্রেণীতে পড়ে, তাই বেশিরভাগ মানুষ এটিকে চাটের মতো বানিয়ে খেতেই বেশি পছন্দ করেন। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
*এক প্লেট (১০০ গ্রাম) মেটে আলুর চাটের দাম মাত্র ৫০ টাকা। সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত এই দোকানে চলে বেচাকেনা। অর্জুনভাই বলেন যে, ৫ ঘণ্টায় মেটে আলুর চাটের ৫০টিরও বেশি প্লেট বিক্রি হয়। আর এই চাটের স্বাদ বাড়াতে এক বিশেষ মশলা যোগ করা হয়। এখানেই শেষ নয়, ওই দোকান থেকে ৮০ টাকা কেজি দরে মেটে আলু কিনে নিয়ে যান এলাকার মানুষ। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
*মেটে আলুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সেই সঙ্গে এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ভিটামিন সি-এর মতো নানাবিধ পুষ্টি উপাদান পাওয়া গিয়েছে। যা পেটের নানা রোগ সারাতে অত্যন্ত কার্যকর। এমনকী মেটে আলু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। এর পাশাপাশি দাঁত এবং হাড়ও মজবুত হয় মেটে আলু খেলে। সংগৃহীত ছবি।