TRENDING:

Digha Jagannath Temple: দিঘাতেই মিলবে পুরীর স্বাদ! সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে জগন্নাথ দর্শন- পর্যটকদের জন্য মেগা ধামাকা

Last Updated:

Digha Jagannath Temple: সমুদ্র ও জগন্নাথ একসঙ্গে দর্শন মানেই পুরী ছুটতে হত বাঙালি পর্যটকদের। কিন্তু সমুদ্র ও জগন্নাথের মেলবন্ধনে বর্তমানে বাঙালি পর্যটকের কাছে নতুন আবেগের নাম দিঘা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দিঘা: তিথি ও ক্ষণ মেনে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের মহাহোমযজ্ঞ হল দিঘা জগন্নাথ মন্দিরে। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে আজ বিকেল ৪টেয় মাহেন্দ্রক্ষণে মহাযজ্ঞে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে উৎসব দিঘা জুড়ে। সেজে উঠেছে রাস্তাঘাট, রাতের পর বর্ণিল আলোকের ছটায় ভাসছে সৈকত নগরী দিঘা। বাঙালি পর্যটকদের চিরাচরিত সমুদ্র ভালোবাসা বলতে দিঘা এবার সেই সমুদ্র কেন্দ্রিক পর্যটনের সঙ্গে প্রবেশ করছে আধ্যাত্মিকতা। সমুদ্র ও জগন্নাথ একসঙ্গে দর্শন মানেই পুরী ছুটতে হত বাঙালি পর্যটকদের। কিন্তু সমুদ্র ও জগন্নাথের মেলবন্ধনে বর্তমানে বাঙালি পর্যটক এর কাছে নতুন আবেগের নাম দিঘা।
advertisement

আরও পড়ুন: “হয় আমাদের এখানে থাকতে দিন না হলে…” ভারতে থাকতে চেয়ে কাঁদতে কাঁদতে দাবি করলেন প্রাক্তন জঙ্গিদের পাকিস্তানি স্ত্রীরা

৩০ এপ্রিল বুধবার দুপুরের পর অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। তারপর মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠান। আর্থিক তার পরই জগন্নাথ প্রেমী ভক্তদের জন্য বলা ভালো সাধারণ মানুষের জন্য জগন্নাথ মন্দিরের দ্বার উন্মুক্ত করা হবে। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে এখন থেকেই বাড়ছে দিঘা পর্যটকের সংখ্যা। মঙ্গলবার বিকেল ও বুধবার সকালের পর আরও পর্যটকের সমাগম হবে দিঘায়।

advertisement

আগে সমুদ্রের টানে পর্যটকেরা ছুটে আসতেন দিঘায়। তার সঙ্গে জুড়েছে নতুন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির উপলক্ষে দিঘা বেড়াতে আসা পর্যটকেরা বলেন, “দিঘা, বাঙালিদের অন্যতম প্রিয় পর্যটন নগরী। সমুদ্রের টানে পর্যটকেরা দিঘায় আসতেন। এবার সেই সমুদ্রের সঙ্গে জুড়েছে জগন্নাথ মন্দির। আগে জগন্নাথ দেবের দর্শন পেতে হলে পুরী ছুটতে হত। পুরী তো রয়েছে, পুরীর পাশাপাশি দিঘায় এবার জগন্নাথ দেবের দর্শন। ফলে বাড়তি আবেগ কাজ করছে।”

advertisement

View More

আরও পড়ুন: ভূস্বর্গে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড! ৭০০ বছর আগে কাশ্মীরকে স্বর্গ বলেন বিখ্যাত কবি, জানেন কে?

দিঘা জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই। আর কিছু ঘণ্টার মধ্যেই মন্দিরের দ্বার উন্মুক্ত হলে সাধারণ মানুষ জগন্নাথ দেবের দর্শন পাবেন। মঙ্গলবার থেকে এই দিঘায় পর্যটকের ভিড় ধীরে ধীরে বাড়ছে। বুধবার সকাল থেকেই ভিড় আরও বাড়বে। দিঘা সমুদ্র সৈকত থেকে শুরু করে দিঘা শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। জোয়ারের সময় সমুদ্র স্নানে চলছে করা নজরদারি। দিঘার জগন্নাথ মন্দির বাঙালি পর্যটকদের মনে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সৈকত শী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple: দিঘাতেই মিলবে পুরীর স্বাদ! সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে জগন্নাথ দর্শন- পর্যটকদের জন্য মেগা ধামাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল