৩০ এপ্রিল বুধবার দুপুরের পর অক্ষয় তৃতীয়ার পূণ্যলগ্নে মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। তারপর মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠান। আর্থিক তার পরই জগন্নাথ প্রেমী ভক্তদের জন্য বলা ভালো সাধারণ মানুষের জন্য জগন্নাথ মন্দিরের দ্বার উন্মুক্ত করা হবে। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে এখন থেকেই বাড়ছে দিঘা পর্যটকের সংখ্যা। মঙ্গলবার বিকেল ও বুধবার সকালের পর আরও পর্যটকের সমাগম হবে দিঘায়।
advertisement
আগে সমুদ্রের টানে পর্যটকেরা ছুটে আসতেন দিঘায়। তার সঙ্গে জুড়েছে নতুন জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির উপলক্ষে দিঘা বেড়াতে আসা পর্যটকেরা বলেন, “দিঘা, বাঙালিদের অন্যতম প্রিয় পর্যটন নগরী। সমুদ্রের টানে পর্যটকেরা দিঘায় আসতেন। এবার সেই সমুদ্রের সঙ্গে জুড়েছে জগন্নাথ মন্দির। আগে জগন্নাথ দেবের দর্শন পেতে হলে পুরী ছুটতে হত। পুরী তো রয়েছে, পুরীর পাশাপাশি দিঘায় এবার জগন্নাথ দেবের দর্শন। ফলে বাড়তি আবেগ কাজ করছে।”
দিঘা জগন্নাথ মন্দির নির্মাণের সময় থেকেই সাধারণ মানুষের উৎসাহের শেষ নেই। আর কিছু ঘণ্টার মধ্যেই মন্দিরের দ্বার উন্মুক্ত হলে সাধারণ মানুষ জগন্নাথ দেবের দর্শন পাবেন। মঙ্গলবার থেকে এই দিঘায় পর্যটকের ভিড় ধীরে ধীরে বাড়ছে। বুধবার সকাল থেকেই ভিড় আরও বাড়বে। দিঘা সমুদ্র সৈকত থেকে শুরু করে দিঘা শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। জোয়ারের সময় সমুদ্র স্নানে চলছে করা নজরদারি। দিঘার জগন্নাথ মন্দির বাঙালি পর্যটকদের মনে ইতিমধ্যেই স্থান করে নিয়েছে।
সৈকত শী