Kashmir General Knowledge: ভূস্বর্গে ঘটে গেল নারকীয় হত্যাকাণ্ড! ৭০০ বছর আগে কাশ্মীরকে স্বর্গ বলেন বিখ্যাত কবি, জানেন কে?

Last Updated:
Kashmir General Knowledge: কাশ্মীর ভারতের ভূস্বর্গ! বলা যেতে পারে ভারতের মাথার মুকুট। ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে অনেকেই বলেছিলেন নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ।
1/5
কাশ্মীর ভারতের ভূস্বর্গ! বলা যেতে পারে ভারতের মাথার মুকুট। ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে অনেকেই বলেছিলেন নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ। (Photo: AP)
কাশ্মীর ভারতের ভূস্বর্গ! বলা যেতে পারে ভারতের মাথার মুকুট। ২২ এপ্রিল জঙ্গিহানায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যুর পরে অনেকেই বলেছিলেন নরকে পরিণত হয়েছে ভূস্বর্গ। (Photo: AP)
advertisement
2/5
কিন্তু জানেন কি কাশ্মীরকে ভূস্বর্গ কে বলেছিলেন?৭০০ বছর আগে প্রথম বার কাশ্মীরকে ভূস্বর্গ বলে অভিহিত করা হয়। কাশ্মীরের সৌন্দর্য দেখে সেই সময়ে মুগ্ধ হয়েছিলেন পার্সি কবি আমির খুসরু।
কিন্তু জানেন কি কাশ্মীরকে ভূস্বর্গ কে বলেছিলেন?
৭০০ বছর আগে প্রথম বার কাশ্মীরকে ভূস্বর্গ বলে অভিহিত করা হয়। কাশ্মীরের সৌন্দর্য দেখে সেই সময়ে মুগ্ধ হয়েছিলেন পার্সি কবি আমির খুসরু।
advertisement
3/5
তারপরে তিনি কাশ্মীরকে পার্সি ভাষায় বর্ণনা করেন, “আগার ফিরদৌস বার রুহে জামিন আস্ত, হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত”।
তারপরে তিনি কাশ্মীরকে পার্সি ভাষায় বর্ণনা করেন, “আগার ফিরদৌস বার রুহে জামিন আস্ত, হামিন আস্তো হামিন আস্তো হামিন আস্ত”।
advertisement
4/5
যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থাকে, এটাই, এটাই, এটাই।”
যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, “যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছু থাকে, এটাই, এটাই, এটাই।”
advertisement
5/5
যদিও এটা আদতে কার লেখা তা নিয়ে ঐতিহাসিকদের কিছুটা মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন কাশ্মীরকে স্বর্গ বলেছিলেন মুঘল সম্রাট আকবর।
যদিও এটা আদতে কার লেখা তা নিয়ে ঐতিহাসিকদের কিছুটা মতবিরোধ রয়েছে। অনেকে মনে করেন কাশ্মীরকে স্বর্গ বলেছিলেন মুঘল সম্রাট আকবর।
advertisement
advertisement
advertisement