মাঝে কয়েকটা দিন বৃষ্টির দেখা মেলায় কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হয়েছিল কিন্তু পুনরায় আবারও তীব্র রোদের দাপট শুরু হয়েছে। আর তাতেই চড়চড় করে চড়ছে পারদ। বাংলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পুরুলিয়া। কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা গেলে থাকে লাল মাটির এই জেলাতে। জেলার অর্থনীতি অনেকটাই পর্যটনের উপর নির্ভরশীল। কিন্তু এবার অস্বাভাবিক তাপপ্রবাহের জেরে রীতিমত ধুঁকছে পর্যটন ব্যবসা।
advertisement
আরও পড়ুন: ভোটের ছুটিতে দেদার আনন্দ, বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে তলিয়ে গেল যুবক
এই নিয়ে পর্যটন ব্যবসায়ীরা বলেন, গরমের কারণে পর্যটকদের দেখা নেই বললেই চলে। কিছু আগের বুকিং ছিল, তারাই শুধু আসছে। একমাত্র বৃষ্টি হলেই আবার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তাঁরা মন্তব্য করেন। পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড় থেকে শুরু করে নির্মল প্রকৃতির বুকে বিভিন্ন হোম-স্টে ও ক্যাম্প, সর্বত্রই এখন পর্যটকের দেখা নেই অবস্থা।
শর্মিষ্ঠা ব্যানার্জি