আরও পড়ুন: সি বিচে ভর্তি লোক নিয়ে পর্যটকদের গাড়ি, তলিয়ে যাচ্ছে চোরাবালিতে! দিঘার কাছে কী ভয়াবহ ঘটনা!
লাল মাটির জেলা বীরভূম আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এই শহরে দূরদূরান্ত থেকে বহু পর্যটকদের আসা-যাওয়া লেগেই থাকে। বোলপুর শহরের বিভিন্ন গলিতে বড় অ্যাম্বুলেন্স প্রবেশ করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। কোনওভাবে অ্যাম্বুলেন্স প্রবেশ করে গেলেও সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে আসতে তার দ্বিগুণ সমস্যার মধ্যে পড়তে হয় রোগীর পরিবারের সদস্যদের।
advertisement
আরও পড়ুন: রাত তখন আড়াইটে…! মাঝরাস্তায় পড়ে রয়েছেন গৃহবধু, কাছে যেতেই হাড়হিম, যা কাণ্ড ঘটল…
তবে এবার সেই সমস্ত জায়গায় খুব অনায়াসে পৌঁছে যাবে ব্যাটারিচালিত টোটো অ্যাম্বুলেন্স। এই টোটো খুব সহজেই বোলপুর শহরের হাসপাতাল এবং সরকারি বেসরকারি নার্সিংহোমগুলিতে পৌঁছে দেবে রোগীদের। টোটোর মধ্যে থাকছে স্বয়ংক্রিয় সজ্জা, রোগীর পরিবার-পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানান প্রযুক্তি। এই টোটো পরিষেবা চালু হওয়াতেই অনেকটাই সুবিধা হবে বোলপুর শহরের বাসিন্দাদের। ফলে অতি সহজেই শহরের নাগরিকরা অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। যার জন্য খরচ করতে হবে রোগীর পরিবার-পরিজনদের মাত্র ১০০ টাকার কম।
টোটো অ্যাম্বুলেন্স পরিষেবার শুরু হওয়া এবং নাগরিকরা যাতে সহজে পরিষেবা পান তার জন্য একটি নম্বরের ব্যবস্থা করবে বোলপুর পুরসভা। উল্টো রথের দিন থেকেই বোলপুর পুরসভার বাসিন্দারা এই টোটো অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন। টোটো অ্যাম্বুলেন্স ছাড়াও পুরসভার তরফ থেকে টোটো শববাহী স্বর্গযাত্রা যানেরও উদ্বোধন করতে চলেছেন। অনেকেই রয়েছেন যারা খরচের জন্য অন্যান্য শববাহী যানবাহন বুক করতে পারেন না। তারা খুব কম খরচে এই যান বুক করে নিজেদের পরিজনদের শেষযাত্রা কিছুটা হলেও মসৃণ করতে পারবেন।