পেশায় টোটো চালক হলেও নিত্যদিনের পরিচিত ছক থেকে বেরিয়ে এবার রীতিমতো কার্তিক সেজেই রাস্তায় নামলেন বিপ্লব সাহা। আর সেই অভিনব সাজসজ্জা ও অভিনয়ই বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয় মানুষের কাছে এখন তিনি পরিচিত ‘ভাইরাল কার্তিক’ নামে। জানা গিয়েছে, শখ থেকেই এই বহুরূপী রূপ ধারণ করেন বিপ্লববাবু।
নিজের টোটো চালিয়েই হাবরার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। কার্তিক ঠাকুরের অবয়বে ঘুরতে ঘুরতে শুধু আনন্দই দেন না, পাশাপাশি কার্তিক পুজোরও বার্তাও দেন। মানুষের মুখে হাসি ফোটাতেই তাঁর এই উদ্যোগ, এমনটাই জানালেন বিপ্লববাবু। এদিন পথচলতি মানুষজনের হাতে মিষ্টিও বিতরণ করেন কার্তিক রূপী বিপ্লব বাবু।
advertisement
আরও পড়ুন- স্ত্রীর প্রেমিক সন্দেহে কাঁচি নিয়ে হামলা! এলোপাথাড়ি আক্রমণে আহত ব্যক্তি, হাওড়ায় শোরগোল!
আচমকা রাস্তায় ‘কার্তিক ঠাকুর’কে দেখে কেউ হাসছেন, কেউ অবাক, আবার অনেকেই মোবাইল ক্যামেরায় বন্দি করছেন এই অভিনব দৃশ্য। ইতিমধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। কারও মতে শুধুই কৌতুকবোধ, কারও মতে এ এক মজার মধ্যেও উৎসবের বার্তা।
সব মিলিয়ে, সাধারণ টোটোচালকের অভিনব কার্তিক সাজার মধ্যেই হাবরার রাস্তায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, আর বিপ্লববাবুর এই মানবিক উদ্যোগকে প্রশংসা করছেন সকলেই।





