স্ত্রীর প্রেমিক সন্দেহে কাঁচি নিয়ে হামলা! এলোপাথাড়ি আক্রমণে আহত ব্যক্তি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বীভৎস ঘটনা!

Last Updated:

হাওড়ার বাঁকড়া ২ নম্বরের বাদামতলায় স্ত্রীকে কেন্দ্র করে সন্দেহ থেকেই ঘটে গেল ভয়াবহ হামলা।

হাওড়ার বাঁকড়ায় দাম্পত্য সন্দেহে কাঁচি হামলা, CCTV-তে ধরা পড়ল ঘটনা
হাওড়ার বাঁকড়ায় দাম্পত্য সন্দেহে কাঁচি হামলা, CCTV-তে ধরা পড়ল ঘটনা
দাম্পত্যে হিংসার ভয়াবহ উদাহরণ! স্ত্রীর প্রেমিক সন্দেহে কাঁচি নিয়ে তাড়া করল স্বামী। ধারালো কাঁচি দিয়ে এলোপাথাড়ি আক্রমণ। গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শোরগোল হাওড়ায়।
হাওড়ার বাঁকড়া এলাকায় দাম্পত্য-সংক্রান্ত সন্দেহকে কেন্দ্র করে ঘটল চাঞ্চল্যকর হামলা। স্ত্রীকে নিয়ে সন্দেহের জেরে প্রতিবেশী যুবকের ওপর ধারালো কাঁচি নিয়ে চড়াও হন এক ব্যক্তি। সিসিটিভিতে ধরা পড়েছে পুরো ঘটনা, আহত যুবক বর্তমানে হাসপাতালে ভর্তি, আর অভিযুক্ত পলাতক। অভিযোগ, স্ত্রীর সঙ্গে প্রতিবেশী যুবকের প্রেমের সম্পর্ক আছে—এই ধারণা থেকেই কাঁচি নিয়ে আক্রমণ করে শেখ ফারুক।
advertisement
advertisement
ঘটনায় গুরুতর জখম হন যুবক মোহাম্মদ সরওয়ার। বর্তমানে তিনি হাওড়া হাসপাতালে ভর্তি। ঘটনার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার পুরো মুহূর্ত। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই সরওয়ারের ওপর আক্রমণ চালায় ফারুক। প্রাণ বাঁচাতে সরওয়ার নিকটবর্তী এক ডাক্তারের চেম্বারে আশ্রয় নেন। কিন্তু সেখানেও গিয়ে ধারালো কাঁচি দিয়ে তাঁর ওপর হামলা চালায় ফারুক।
advertisement
হামলার পর থেকেই পলাতক শেখ ফারুক। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে হাওড়া পুলিশ। ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে দাম্পত্য-সংক্রান্ত সন্দেহ ও ব্যক্তিগত রাগ-অভিমানকেই দায়ী করা হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। যদিও আসল কারণ জানার চেষ্টা চলছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
স্ত্রীর প্রেমিক সন্দেহে কাঁচি নিয়ে হামলা! এলোপাথাড়ি আক্রমণে আহত ব্যক্তি, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল বীভৎস ঘটনা!
Next Article
advertisement
Saudi Arabia Bus Accident: মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, সৌদি আরবে মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ অনেকে
মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত অন্তত ৪২ জন ভারতীয়! জীবন্ত দগ্ধ বহু
  • সৌদি আরবের মদিনায় ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • অন্তত ৪২ জন ভারতীয়ের মৃত্যুর আশঙ্কা৷

  • মক্কা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তীর্থযাত্রীরা৷

VIEW MORE
advertisement
advertisement