Hate Coriander ধনেপাতা খেতে খুব খারাপ লাগে যাঁদের, তাঁরা ভাল করে পড়ুন! বিজ্ঞানসম্মত 'কারণ' রয়েছে এর পিছনেও!
- Published by:Tias Banerjee
Last Updated:
Hate Coriander। ধনেপাতা যাঁদের একেবারেই ভালো লাগে না, তাঁদের জন্য রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই গন্ধ-ঘৃণার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এক বিশেষ জিনের!
advertisement
advertisement
ধনেপাতা যাঁদের একেবারেই ভালো লাগে না, তাঁদের জন্য রয়েছে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এই গন্ধ-ঘৃণার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এক বিশেষ জিনের—OR6A2—যা কিছু মানুষের ঘ্রাণ-রিসেপটরকে অ্যালডিহাইড নামের একদল জৈব যৌগের প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তোলে। অ্যালডিহাইডই ধনেপাতার স্বতন্ত্র গন্ধের উৎস, আর একই যৌগ থাকে সাবান ও পরিষ্কারক দ্রব্যেও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
