পুলিশের তরফ থেকে খতিয়ে দেখে দেওয়া হবে একটি পরিচয়পত্র। যে পরিচয়পত্র এক কপি টোটোর গায়েও লাগিয়ে রাখতে হবে টোটো চালককে। তারই এক কপি থাকবে পুলিশের কাছে এবং আর এক কপি যাবে পরিবহন দফতরে। জানা গিয়েছে দিন কয়েক আগে ঘটে যাওয়া নিশংস ঘটনার পর তথ্যপ্রযুক্তি নগরের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুলিশের এমন সিদ্ধান্ত।
advertisement
রাতবিরেতে তথ্য প্রযুক্তি কর্মীরা কাজ সেরে এই টোটো ও ই-রিকশা ব্যবহার করে যাতায়াত করে থাকেন। যাতে আগামী দিনে নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম সমস্যা সৃষ্টি না হয় তার জন্যই প্রশাসনের তরফ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টোটো চালক ও ই-রিকশা চালকদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করে দেখা হবে। যদি কারোর বিরুদ্ধে কোনো পুরনো অপরাধমূলক কেস থাকে তাহলে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হবে না এবং তারা টোটো ও ই-রিকশা চালাতে পারবেন না।
আরও পড়ুন: ৫০০ টাকার নোটে তারকা চিহ্ন থাকলে সাবধান! নকল নয়তো? বিরাট আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক
এছাড়াও বহু টোটো চালক বাইরে থেকে এসে এই এলাকায় ভাড়া নিয়ে থাকছেন এবং টোটো বা ই-রিকশা চালাচ্ছেন। সে ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো অপরাধ করে পালিয়ে গেলেও, কোনো নথি বা ডকুমেন্টস পুলিশের কাছে থাকছে না। এবার যাতে এই সমস্ত টোটো চালক বা ই-রিকশা চালকদের দ্রুত আইডেন্টিফাই করা যায় তার জন্য এই ব্যবস্থা বলে খবর। টোটো চালকরাও এখন চাইছেন কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই, যাত্রীদের সঠিক নিরাপত্তা দিয়ে নিউটাউনের রাস্তায় টোটো চালানোর অনুমতি দিক পুলিশ।